Loading...
The Financial Express

৩,৪২০ বস্তা চিনি নিয়ে মেঘনায় ডুবেছে ট্রলার

| Updated: August 11, 2022 09:15:48


৩,৪২০ বস্তা চিনি নিয়ে মেঘনায় ডুবেছে ট্রলার

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে একটি চিনি বোঝাই ট্রলার ডুবে গেছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার কাইছমা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি জানান, এমভি ফারহান-ফাহিম নামের মাঝারি আকারের একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তিন হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয়।

পথে ট্রলারটি একটি ডুবোচরে উঠে যায়। এতে তলা ফেটে ট্রলারটি কাত হয়ে পড়ে। নদীতে প্রচণ্ড বাতাস ও টেউয়ের আঘাতে কাত হওয়া ট্রলারে পানি ঢুকে সেটি ডুবতে থাকে।

তখন টহলরত নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা পাঁচজনকে উদ্ধার করে।

পরিদর্শক বিকাশ চন্দ্র দে আরও জানান, স্থানীয় জেলে নৌকা ডেকে ট্রলার থেকে ৩০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি তিন হাজার ৪২০ বস্তাসহ ট্রলারটি ডুবে গেছে। ফ্রেশ কোম্পানির ওই চিনির ক্রেতা ভোলার হোসেন ট্রেডার্স।

ট্রলারটি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে বলেও জানান তিনি।

Share if you like

Filter By Topic