Loading...
The Financial Express

১ সেপ্টেম্বর থেকে ওএমএসের চাল বিক্রির কেন্দ্র বাড়ছে

| Updated: August 29, 2022 09:55:16


১ সেপ্টেম্বর থেকে ওএমএসের চাল বিক্রির কেন্দ্র বাড়ছে

স্বল্প মূল্যে ওএমএস এর চলমান চাল বিক্রির কার্যক্রমের আওতা আরও সম্প্রসারিত করে ২ হাজার ৩৬৩টি কেন্দ্র করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে এসব কেন্দ্র থেকে ৩০ টাকা কেজি দরে চাল কেনা যাবে। নগরীতে ওএমএসের ট্রাক ও ডিলারের কাছ থেকে এক ব্যক্তি দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারেন।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দেশে ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্র করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

একই সঙ্গে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএমএস এর মত ৩০ টাকা দরে ১০ কেজি করে চাল কিনতে পারবেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘোষণার কথা তুলে ধরে জানানো হয়, “সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে টিসিবি কার্ডধারীগণ ওএমএস এর ন্যায় ন্যায্যমূল্যে ১০ কেজি চাল পাবেন। তৎপ্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীগণকে অগ্রাধিকারভিত্তিতে চাল প্রদান করা হবে।"

এর বাইরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশে ইউনিয়ন পর্যায়ের ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল বিক্রি করা হবে। এসব পরিবার এই দরে প্রতি মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস হয়; প্রথম ধাপ চলে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। আরেক ধাপ চলে মার্চ ও এপ্রিল মাসে।

Share if you like

Filter By Topic