বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে; সাগরে ঝড়ো হাওয়া বইতে থাকায় বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলের নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শুক্রবার সকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের রূপ পায়।
এটি আরও ঘনীভূত হতে পারে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
তিনি জানান, নিম্নচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এবং দেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে।
ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এ সময় নিম্নচাপ ও বায়ুচাপের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারের দ্বীপ ও চরাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ ফুট পর্যন্ত বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
তাপদাহ প্রশমিত হবে
এদিকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বাড়ায় দেশজুড়ে বিরাজমান মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হচ্ছে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত দুদিন ধরে।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে দেশের সর্বোচ্চ ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর ফেনীতে দেশের সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, সাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। শুক্রবারও দেশের সর্বত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ধীরে ধীরে তাপপ্রবাহ কমে আসবে। অস্বস্তিকর গরমের দুর্ভোগও কাটবে।
আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
