চলমান বিদ্যুৎ সঙ্কটে অফিসের কাজের সূচিতে পরিবর্তন আনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সামনে সভার সিদ্ধান্ত তুলে ধরেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষামন্ত্রী পরে জানিয়ে দেবেন।
বর্তমানে অনেক স্কুল ও কলেজে শুক্রবার সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি ছয় দিন পাঠদান হয়। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে।
২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সপ্তাহিক ছুটি থাকবে বলে গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
তবে চলমান বিদ্যুৎ সংকটে শিক্ষা প্রতিষ্ঠানে এখনই সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কি না, সেই ভাবনার কথা সপ্তাহ দুই আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
স্কুল দুদিন বন্ধ রাখার পাশাপাশি অফিস ও ব্যাংকের কর্মঘণ্টাও কমিয়ে আনা হয়েছে।
বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ব্যাংকের কাজ ।
এসব সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এটার দুইটা সুবিধা। একটা হল বিদ্যুতের সাশ্রয় হবে, আর ট্রাফিক জ্যামটাও একটু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে।”
