Loading...
The Financial Express

রোববার গাড়ি চলাচল ‘সীমিত’ থাকবে প্রেস ক্লাব, পল্টন, জিরো পয়েন্টে

| Updated: August 21, 2022 13:49:33


বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।ছবি: আসিফ মাহমুদ অভি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।ছবি: আসিফ মাহমুদ অভি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভয়াল ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকার কিছু সড়কে যান চলাচল সীমিত করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার সকাল ৯টা থেকে আওয়ামী লীগের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ অফিস ঘিরে আশেপাশের সড়কগুলোতে যানবাহন অন্য পথে ঘুরিয়ে (ট্রাফিক ডাইভারশন) দেওয়া হবে বলে জানান মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার তারেক আহমেদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আওয়ামী লীগের কর্মসূচির কারণে আশেপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হতে পারে। যানজট এড়াতে জাতীয় প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

১৮ বছর আগে ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। সেখানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তার ওপর খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে ছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার বক্তৃতা শেষ হতে না হতেই সেখানে একের পর এক গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন।

রোববার গ্রেনেড হামলার বর্ষপূর্তিতে বরাবরের মত নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে।

এজন্য সপ্তাহের প্রথম কর্মদিবসে যানজট নিয়ন্ত্রণে ওই এলাকায় যান চলাচল সীমিত রাখতে সবার সহায়তা চেয়েছে ডিএমপি।

Share if you like

Filter By Topic