Loading...

রুশ সেনারা আত্মসমর্পণ করলে সভ্য আচরণ পাবে: জেলেনস্কি 

| Updated: September 26, 2022 17:36:06


রুশ সেনারা আত্মসমর্পণ করলে সভ্য আচরণ পাবে: জেলেনস্কি 

ইউক্রেইনের কাছে আত্মসমর্পন করা রুশ সেনাদের সঙ্গে ‘সভ্যভাবে’ আচরণ করা হবে বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

রাতের নিয়মিত টিভি ভাষণে তিনি রাশিয়ানদেরকে পালিয়ে যাওয়া কিংবা যুদ্ধের সম্মুখসারিতে থাকলে আত্মসমর্পণ করার আহ্বান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনাদের যুদ্ধে যোগ দেওয়াতে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার মধ্যেই জেলেনস্কি এ আহ্বান জানালেন। 

রুশ প্রেসিডেন্ট পুতিন গত বুধবার ইউক্রেইন যুদ্ধে আংশিক সেনাসমাবেশের ঘোষণা দেন। এতে দেশটির তিন লাখ রিজার্ভ সেনা ডাকা হচ্ছে। 

তাছাড়া কেউ এ নির্দেশ না মানলে, স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে কিংবা পালিয়ে গেলে দ্বিগুণ শাস্তির বিধান রেখে একটি আইনও পাস করেছেন পুতিন। 

তার এ পদক্ষেপের কয়েক ঘণ্টার মাথায়ই রুশ সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানালেন জেলেনস্কি। তিনি বলেন, সংঘাতের পর যুদ্ধাপরাধী হিসাবে বিচারের মুখে পড়ার চেয়ে ইউক্রেইনের কাছে আত্মসমর্পণ করা ভাল। 

জেলেনস্কি জানান, ইউক্রেইন দলছুট রুশ সেনাদের সঙ্গে আন্তর্জাতিক কনভেনশন মেনে আচরণ করবে এবং রাশিয়ায় ফিরে শাস্তির মুখে পড়ার ভয় থাকলে কোনও সেনাকে সেখানে পাঠাবে না।  

তাছাড়া, ইউক্রেইনের হামলায় নিহত হওয়ার চেয়ে রুশ সেনাদের ইউক্রেইনীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা ভাল বলেও জেলেনস্কি উল্লেখ করেন। 

Share if you like

Filter By Topic