Loading...
The Financial Express

রাষ্ট্রের পাশ-ফেল: রাষ্ট্রভিত্তিক পরীক্ষা হলে বাংলাদেশের ফলাফল কী হতো?

| Updated: August 30, 2022 20:12:58


রাষ্ট্রের পাশ-ফেল: রাষ্ট্রভিত্তিক পরীক্ষা হলে বাংলাদেশের ফলাফল কী হতো?

পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেখা গেল বন্ধু সব বিষয়ে ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ। আরেক বন্ধুও সব বিষয়ে পাশ তবে কয়েকটি বিষয়ে আশানুরূপ মার্কস পায়নি। আর আপনার অবস্থা করুণ, টেনেটুনে পাশ, আবার কেউ করেছে তিন বিষয়ে ফেইল। পরীক্ষার পর এরকম একটা দিন স্কুল জীবনে অহরহ পার করেছে প্রায় সবাই। একবার ভেবে দেখা যাক, যদি শিক্ষার্থীদের জায়গায় মানুষ না হয়ে হয় বিশ্বের একেকটি রাষ্ট্র আর প্রকাশিত হয় তাদের ফলাফল তাহলে কেমন হয়। 

বিষয় নির্বাচন

স্কুলের পরীক্ষায় বাংলা, ইংরেজি আর গণিতের মতো বিষয়ের জায়গায় এখানে ফলাফল দেখা হবে 

১. সাংবাদিকতার স্বাধীনতার সূচক/প্রেস স্বাধীনতা 

২. মানব উন্নয়ন সূচক 

৩. বিশ্ব ক্ষুধা সূচক 

৪. ব্যবসায় - বান্ধব সূচক 

৫. নির্বাচনী গণতন্ত্র সূচক 

৬. উদার গণতন্ত্র সূচক 

৭. সমতাভিত্তিক গণতন্ত্র 

মূল্যায়ন ও নম্বর বন্টন

নিম্নবর্ণিত পদ্ধতিতে মার্কসের গ্রেড আর জিপিএ নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী উত্তীর্ণ - অনুত্তীর্ণ নির্বাচিত হবে।

পাশ-ফেইলের হিসেব নিম্নরূপ:

মার্কস

জিপিএ

গ্রেড

৮০-১০০

৫.০০

এ+

৭০-৭৯

৪.০০

৬০-৬৯

৩.৫০

এ-

৫০-৫৯

৩.০০

বি 

৪০-৪৯

২.০০

সি

৩৩-৩৯

১.০০

ডি

০-৩২

০০

এফ

গণমাধ্যম স্বাধীনতা সূচক

২০০২ সাল থেকে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন দেশে সংবাদমাধ্যম ও সংবাদকর্মী  

যতটুকু মাত্রায় স্বাধীনতা পেয়ে থাকে এর একটি রেটিং বা নম্বর দিয়ে থাকে। 

সাংবাদিকতার মান খারাপ না ভালো এটি সংস্থাটির বিবেচ্য নয়। কোনো রাষ্ট্র বা সরকার সংবাদকর্মীরা দেশের জনগণের মতপ্রকাশের কতটুকু বাধা সৃষ্টি করে সংস্থাটি এরই পরিসংখ্যান প্রতি বছর প্রকাশ করে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশ ৩৬.৬৩ মার্কস পেয়ে ১৬২তম অবস্থান লাভ করেছে। উল্লেখ্য, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, সবাই বাংলাদেশ থেকে এগিয়ে। ৯২.৬৫ নম্বর পেয়ে নরওয়ে এই বিষয়ে প্রথম। 

রাষ্ট্র 

প্রেস স্বাধীনতা 

অবস্থান 

বাংলাদেশ 

৩৬.৬৩

১৬২তম

ভারত 

৪১

১৫০তম

পাকিস্তান 

৩৭.৯৯

১৫৭তম 

নেপাল

৭২.৭৪

৭৬তম 

ভুটান 

৭৬.৪৬

৩৩তম 

শ্রীলংকা 

৪২.১৩

১৪৬তম

যুক্তরাষ্ট্র

৭৮.৫৩

৪২তম

মানব উন্নয়ন সূচক

প্রেস স্বাধীনতা ইনডেক্সের মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মানব উন্নয়ন সূচক। জাতিসংঘের ইউএনডিপি প্রতিবছর এই সূচক প্রকাশ করে থাকে। 

গড় আয়ু আর স্বাস্থ্যকর জীবন, প্রাপ্ত বয়স্ক ও শিশুদের পড়াশোনা করার অধিকার এবং জীবনযাত্রার মান হিসেবে মাথাপিছু গড় আয়; এই তিন বিষয়ে তথ্য সংগ্রহ করে ফল প্রকাশ করা হয়।

সর্বশেষ তথ্য মোতাবেক বাংলাদেশ ৬৩.২ মার্কস পেয়ে ১৮৯টি রাষ্ট্রের মধ্যে ১৩৩তম হয়েছে। বাংলাদেশ এই সূচকে পাকিস্তান ও নেপাল থেকে এগিয়ে আছে তবে ভারত, ভুটান এমনকি শ্রীলঙ্কা থেকে পিছিয়ে আছে। মানব উন্নয়ন সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯২.৬ মার্কস পেয়ে ১৭তম আর স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নরওয়ে ৯৫.৭ মার্কস পেয়ে এ বিষয়েও প্রথম। 

রাষ্ট্র 

মানব উন্নয়ন সূচক

অবস্থান

বাংলাদেশ 

৬৩.২

১৩৩তম 

ভারত 

৬৪.৫

১৩১তম

পাকিস্তান 

৫৫.৭

১৫৪তম

নেপাল

৬০.২

১৪২তম

ভুটান 

৬৫.৪

১২৯তম 

শ্রীলংকা 

৭৮.২

৭২তম 

যুক্তরাষ্ট্র

৯২.৬

১৭তম

নরওয়ে

৯৫. ৭

১ম 

বিশ্ব ক্ষুধা সূচক

‘গ্লোবাল হাংগার ইনডেক্স’ বা বিশ্ব ক্ষুধা ইনডেক্স, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলভেদে খাদ্যচাহিদা পূরণের যে সংকট রয়েছে তার তথ্য প্রকাশ করে। 

ইউরোপের একটি এনজিও ‘কন্সার্ন ওয়ার্ল্ডলাইফ অ্যান্ড ওয়েলথহাঙ্গার লাইভ’ এই তথ্যাটি প্রকাশ করে। এটি পরিমাপের মাপকাঠি অন্যসব সূচক থেকে ভিন্ন। সূচকের হিসেব একশর পরিবর্তে পঞ্চাশে নির্ধারিত হয়। 

কোনো রাষ্ট্র যদি পঞ্চাশের মধ্যে দশের নিচে পায় তাহলে সূচকে তার অবস্থান সবচেয়ে ভালো। ১০-১৯.৯ মোটামুটি ভালো আর ৫০-য়ের কাছাকাছি হলে উদ্বেগজনক। 

বাংলাদেশের অবস্থান এই সূচকে ১৯.৮ নম্বর পেয়ে মোটামুটি মানে ৭৬তম অবস্থানে আছে। বোঝার সুবিধার্থে পঞ্চাশের মানদন্ড ১০০ তে হিসেব করা হয়েছে। সে মোতাবেক বাংলাদেশের নম্বর ৩৮.২, ভারতের ৫৫ আর পাকিস্তানের ৪৯.৪। শ্রীলংকার অবস্থা করুন ৩২ নম্বর পেয়ে ৬৫তম অবস্থানে।

রাষ্ট্র 

বিশ্ব ক্ষুধা সূচক

অবস্থান

বাংলাদেশ 

৩৮.২

৭৬তম

ভারত 

৫৫

১০১তম

পাকিস্তান 

৪৯.৪

৯২তম

নেপাল

৩৮.২

৭৬তম

ভুটান 

তথ্য নেই/ অনুপস্থিত 

শ্রীলংকা 

৩২

৬৫তম

ব্যবসা-বান্ধব সূচক

‘ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স’ বা ব্যবসা-বান্ধব সূচক প্রতিবছর ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

মাত্র ৪৫ মার্কস নিয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম, যেখানে ভারত ও পাকিস্তানের নম্বর আর অবস্থান যথাক্রমে ৭১ ও ৬১ এবং ৬৩ ও ১০৮ তম। ব্যবসা-বান্ধব পরিস্থিতির ক্ষেত্রে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে এগিয়ে। ৮৬.৮ নম্বর নিয়ে নিউজিল্যান্ড এই সূচকে প্রথম।

রাষ্ট্র 

ব্যবসা-বান্ধব সূচক

অবস্থান

বাংলাদেশ 

৪৫

১৬৮তম

ভারত 

৭১

৬৩তম

পাকিস্তান 

৬১

১০৮তম

নেপাল

৬৩.২

৯৪তম

ভুটান 

৬৬

৮৯তম

শ্রীলংকা 

৬১.৮ 

৯৯তম

যুক্তরাষ্ট্র

৮৪

৬ষ্ঠ

নিউজিল্যান্ড

৮৬.৮

১ম 

গণতন্ত্র সূচক

‘ভেরাইটিস অব ডেমোক্রেসি’ বা গণতন্ত্রের বৈচিত্র্য হল বিশ্বের নানা রাষ্ট্রে গণতন্ত্রের চিত্র তুলে ধরা। সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা এই গণতন্ত্র গবেষণামূলক প্রতিবেদনটি প্রকাশে সহায়তা করে থাকে। 

পাঁচটি বিষয়ে এই সূচক প্রতিবেদন প্রকাশ করে। 

১. নির্বাচনী গণতন্ত্র

২. উদার গণতন্ত্র 

৩. অংশগ্রহণমূলক গণতন্ত্র 

৪. সিদ্ধান্তমূলক গণতন্ত্র 

৫. সমতাভিত্তিক গণতন্ত্র

নির্বাচনী গণতন্ত্র সূচক

সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে এই সূচকে রাষ্ট্রগুলোকে নম্বর দেয়া হয়। ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র যথাক্রমে ৪৫, ৩৬.৮ ও ৮১.৫ নম্বর পেয়ে ১০১, ১১৯ ও ৩৩ তম অবস্থানে আছে। বাংলাদেশ এবিষয়ে ২৭.৩ নম্বর পেয়ে অনুত্তীর্ণ, ডেনমার্ক ৯১ পেয়ে প্রথম। 

রাষ্ট্র 

নির্বাচনী গণতন্ত্র সূচক

অবস্থান

বাংলাদেশ 

২৭.৩ 

১৩তম 

ভারত 

৪৫

১০১তম 

পাকিস্তান 

৩৬.৮

১১তম 

নেপাল

৫৭.৩

৮৩তম

ভুটান 

৫৩.৭

৮৮তম 

শ্রীলংকা 

৬০.৬

৭৩তম

যুক্তরাষ্ট্র

৮১.৫

৩৩তম 

ডেনমার্ক 

৯১

১ম 

উদার গণতন্ত্র

রাষ্ট্রে আইনের শাসন কতটা প্রতিষ্ঠিত এর উপর ভিত্তি করে উদার গণতন্ত্র সূচক নির্ধারিত হয়। ভারত এই সূচকে ৩৪ নম্বর পেয়ে ১০১তম আর বাংলাদেশ ৯.৭ নম্বর পেয়ে ১৩৮তম।

যুক্তরাষ্ট্র ৭২.৮ মারক্স পেয়ে ৩৩, ডেনমার্ক ৯১ নম্বর পেয়ে ক্লাসে প্রথম। 

রাষ্ট্র 

উদার গণতন্ত্র সূচক

অবস্থান

বাংলাদেশ 

৯.৭

১৩৮তম 

ভারত 

৩৪

১০১তম 

পাকিস্তান 

২৫

১১৯তম 

নেপাল

৪৪.৬

৮৩ তম

ভুটান 

৪৫.৮

৮৮তম 

শ্রীলংকা 

৩৭.৯

৭৩তম

যুক্তরাষ্ট্র

৭২.৮

৩৩তম 

ডেনমার্ক 

৯১

১ম 

সমতাভিত্তিক গণতন্ত্র

সম্পদ, ক্ষমতা আর স্বাধীনতার পাওয়ার প্রতি মানুষের যে সমান অধিকার আছে এই সূচক তা প্রকাশ করে। বাংলাদেশ এসূচকে ৯.৭ নম্বর পেয়েছে; অবস্থান ১৩৮। ভারত-পাকিস্তানের নম্বরও ভালো নয়। ২৫.৯ আর ১২.৭ পেয়ে ফেল এই বিষয়ে।

রাষ্ট্র 

সমতা ভিত্তিক গণতন্ত্র

অবস্থান

বাংলাদেশ 

৯.৭

১৩৮তম 

ভারত 

২৫.৯

১০১তম 

পাকিস্তান 

১২.৭

১১৯তম 

নেপাল

৩৪.৬

৮৩তম

ভুটান 

৪৫.৫

৮৮তম 

শ্রীলংকা 

৪২.৩

৭৩তম

যুক্তরাষ্ট্র

৬৩

৩৩তম 

ডেনমার্ক 

৯১

১ম 

সার্বিক ফলাফল

বিষয়

বাংলাদেশ

গ্রেড

জিপিএ

রেজাল্ট

প্রেস স্বাধীনতা 

৩৬.৬৩

ডি

১.০০


এফ

মানব উন্নয়ন সূচক

৬৩.২

এ-

৩.৫০

ব্যবসা বান্ধব 

১১.৫৭

এফ

০০

নির্বাচনী গনগন্ত্র

২৭.৩

এফ

০০

উদার গনতন্ত্র

৯.৭

এফ

০০

সমতা ভিত্তিক গনতন্ত্র  

৯.৭

এফ

০০

বিষয়

ভারত

গ্রেড

জিপিএ

রেজাল্ট

প্রেস স্বাধীনতা 

৪১

সি

২.০০


এফ

মানব উন্নয়ন সূচক

৬৪.৫

এ-

৩.৫০

ব্যবসা বান্ধব 

৬৬.৮৪

এ-

৩.৫০

নির্বাচনী গনগন্ত্র

৪৫

সি

২.০০

উদার গনতন্ত্র

৩৪

ডি

১.০০

সমতা ভিত্তিক গনতন্ত্র  

২৫.৯

এফ

০০

বিষয়

পাকিস্তান

গ্রেড

জিপিএ

রেজাল্ট

প্রেস স্বাধীনতা 

৩৭.৯৯

ডি

১.০০


এফ

মানব উন্নয়ন সূচক

৫৫.৭

বি

৩.০০

ব্যবসা বান্ধব 

৪৩.১৫

সি

২.০০

নির্বাচনী গনগন্ত্র

৩৬.৮

ডি

১.০০

উদার গনতন্ত্র

২৫

এফ

০০

সমতা ভিত্তিক গনতন্ত্র  

১২.৭

এফ

০০

বিষয়

নেপাল 

গ্রেড

জিপিএ

রেজাল্ট

প্রেস স্বাধীনতা 

৭২.৭৪

৪.০০

২.৭৫

মানব উন্নয়ন সূচক

৬০.২

এ-

৩.৫০

ব্যবসা বান্ধব 

৫০.৫২

বি

৩.০০

নির্বাচনী গনগন্ত্র

৫৭.৩

বি

৩.০০

উদার গনতন্ত্র

৪৪.৬

সি

২.০০

সমতা ভিত্তিক গনতন্ত্র  

৩৪.৬

ডি

১.০০

বিষয়

ভুটান

গ্রেড

জিপিএ

রেজাল্ট

প্রেস স্বাধীনতা 

৭৬.৪৬

৪.০০

২.৯২

মানব উন্নয়ন সূচক

৬৫.৪

এ-

৩.৫০

ব্যবসা বান্ধব 

৫৩.১৫

বি

৩.০০

নির্বাচনী গনগন্ত্র

৫৩.৭

বি

৩.০০

উদার গনতন্ত্র

৪৫.৮

সি

২.০০

সমতা ভিত্তিক গনতন্ত্র  

৪৫.৫

সি

২.০০

বিষয়

শ্রীলংকা 

গ্রেড

জিপিএ

রেজাল্ট

প্রেস স্বাধীনতা 

৪২.১৩

সি

২.০০

২.৪২

মানব উন্নয়ন সূচক

৭৮.২

৪.০০

ব্যবসা বান্ধব 

৪৭.৮৯

সি

২.০০

নির্বাচনী গনগন্ত্র

৬০.৬

এ-

৩.৫০

উদার গনতন্ত্র

৩৭.৯

ডি

১.০০

সমতা ভিত্তিক গনতন্ত্র  

৪২.৩

সি

২.০০

বিষয়

যুক্তরাষ্ট্র 

গ্রেড

জিপিএ

রেজাল্ট

প্রেস স্বাধীনতা 

৭৮.৫৩

৪.০০

৪.৪২

মানব উন্নয়ন সূচক

৯২.৬

এ+

৫.০০

ব্যবসা বান্ধব 

৯৬.৮৪

এ+

৫.০০

নির্বাচনী গনগন্ত্র

৮১.৫

এ+

৫.০০

উদার গনতন্ত্র

৭২.৮

৪.০০

সমতা ভিত্তিক গনতন্ত্র  

৬৩

এ-

৩.৫০

ক্লাশের পরীক্ষার মতো বিশ্বের রাষ্ট্রগুলোর ফলাফলও এতোটা সন্তোষজনক নয়। ডেনমার্ক আর নরওয়ের মতো রাষ্ট্র প্রতি বিষয়ে এ+ পেয়ে প্রথম হচ্ছে আবার ভারত পাকিস্তান সেখানে কয়েক বিষয়ে ফেল। নেপাল-ভুটান টেনেটুনে পাশ। আর যুক্তরাষ্ট্রের অবস্থান মাঝারি মানের; ক্লাশের ঠিক সেই শিক্ষার্থীর মতো যে কথায় অনেক বেশি কিন্তু কাজে কম।

মো. ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত।

imran.tweets@gmail.com

Share if you like

Filter By Topic