Loading...
The Financial Express

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

| Updated: September 05, 2022 19:11:49


রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে।

রোববার রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, জোয়ানা পরিবহন ও ইসলাম পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থালেই পাঁচ জনের মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে রাত ৩টার দিকে দুজন এবং ভোরে একজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি বাকিদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা লেবু মিয়া জানান, রাতে যখন দুর্ঘটনা ঘটে, তখন বৃষ্টি হচ্ছিল।ওই বিরূপ পরিস্থিতির মধ্যেই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালান।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ খতিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, তারা ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share if you like

Filter By Topic