Loading...
The Financial Express

মুদ্রায় খচিত ইতিহাসখ্যাত যে নারীরা

| Updated: August 21, 2022 09:55:08


মুদ্রায় খচিত ইতিহাসখ্যাত যে নারীরা

'জ্ঞানের লক্ষ্ণী, গানের লক্ষ্ণী, শষ্য-লক্ষ্ণী নারী,

সুষমা-লক্ষ্ণী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারী’।

-নারী, কাজী নজরুল ইসলাম

পৃথিবীর বিভিন্ন দেশে নারীদের সম্মান জানাতে এবং তাদের অবদানকে আরো মর্যাদা দিতে সেখানের মুদ্রা বা ব্যাংক নোটে মুদ্রিত করা হয় নারীদের প্রতিকৃতি।

রানী দ্বিতীয় আরসিনো

খ্রিষ্টপূর্ব ৩য় শতাব্দীতে মিশরের টলমাইক রানী দ্বিতীয় আরসিনো হলেন মুদ্রার মাধ্যমে অমর হয়ে যাওয়া ইতিহাসের প্রথম নারীদের মধ্যে একজন। তিনি ছিলেন একজন শক্তিশালী মহিলা শাসক, যার কারণে তাকে দেওয়া হয়েছিল 'ঊর্ধ্বতন ও অধস্তন মিশরের রাজা' উপাধি। তিনি হয়ে উঠেছিলেন একজন নারী ফারাও।

 

রানী দ্বিতীয় আরসিনোর প্রতিকৃতিযুক্ত মুদ্রা (ছবি: উইকিমিডিয়া কমনস)

 

রানী দ্বিতীয় এলিজাবেথ

কমপক্ষে ৩৩ টি দেশের মুদ্রায় যার প্রতিকৃতি মুদ্রিত রয়েছে তিনি হচ্ছেন ইংল্যান্ড এর রানী দ্বিতীয় এলিজাবেথ। মাত্র ৮ বছর বয়সে সর্বপ্রথম ১৯৩৫ সালে কানাডার ব্যাংকনোটে উনার প্রতিকৃতি মুদ্রিত হয়।

রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি যুক্ত ব্যাংকনোট (ছবি: উইকিমিডিয়া কমনস)

যুক্তরাজ্যসহ আরো ১৪টি কমনওয়েলথ রাজ্যের রানী তিনি। চলতি বছর তিনি যুক্তরাজ্যের রানীর সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্ণ করেন। দেশটির রাজতন্ত্রের ইতিহাসে তিনিই একমাত্র নারী যিনি দীর্ঘ সময় ধরে  একটানা সিংহাসনে আসীন রয়েছেন।

 

রানীর প্রতিকৃতি যুক্ত যুক্তরাজ্যের মুদ্রা  (ছবি: উইকিমিডিয়া কমনস)

প্রতিবছর রানী যে বয়সে পা রাখেন, সে কয়টি বিশেষ সিলভারের মুদ্রা ইস্টারে আয়োজিত বিশেষ আয়োজনে পেনশনভোগীদের তিনি উপহার হিসেবে প্রদান করেন।

মায়া এঞ্জেল্যু

ডানা মেলে উড়তে থাকা বিহঙ্গের তদ্রুপ বাহুদ্বয় মেলে দাঁড়িয়ে আছেন একজন নারী। তার দাঁড়ানোর ভঙ্গি যেন শান্তি ও স্বাধীনতার দিকে প্রতিনিয়ত আহবান করে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোয়ার্টার ডলার কয়েনে জনপ্রিয় কবি ও মানবাধিকারকর্মী মায়া এঞ্জেল্যুর চিত্র এভাবেই মুদ্রণ করা হয়েছে।

 

মায়া এঞ্জেল্যুর প্রতিকৃতি যুক্ত যুক্তরাষ্ট্রের নতুন মুদ্রা  (ছবি: উইকিমিডিয়া কমনস)

চলতি বছর 'ইউএস মিন্ট'স আমেরিকান ওমেন কোয়েটার্স প্রোগ্রাম' এর বদৌলতে প্রথম আফ্রিকান নারী হিসেবে যুক্তরাষ্ট্রের কোয়ার্টার ডলার কয়েন এ তার প্রতিকৃতি মুদ্রণ করা হয়।

বাহুদ্বয় মেলে দাঁড়িয়ে থাকা এঞ্জেলোর পিছনে রয়েছে একটি উড়ন্ত পাখি এবং উদীয়মান সূর্য। তিনি তাঁর  অনন্য আত্নজীবনীমূলক লেখনীর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণবর্ণের মানুষদের সমানাধিকার জন্য মার্টিন লুথার কিং - এর পাশাপাশি লড়াই করছেন।

 

ইন্দিরা গান্ধী

ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। রাজনীতির ক্ষেত্রে আপোসহীন মনোভাব ও ক্ষমতার কেন্দ্রীকরণের  জন্য তিনি পরিচিত ছিলেন।

১৯৮৫ সালে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতি যুক্ত ৫ রূপির কয়েন বাজারে আসে। যেহেতু মুদ্রাটি এখন আর উপলভ্য নয় তাই দাম বেড়ে  বর্তমানে এর বাজারমূল্য হয়েছে ৫০০০ রূপির মতো।

 

ইন্দীরা গান্ধীর প্রতিকৃতি যুক্ত ভারতের মুদ্রা (ছবি: উইকিমিডিয়া কমনস)

 

কেট শেপার্ড

কেট শেপার্ড নিউজিল্যান্ডের একজন নারী অধিকার আইনজীবী যিনি নারীদের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন। ১৮৯৩ সালে নিউজিল্যান্ড নির্বাচনী আইন পাস করার মাধ্যমে সর্বজনীন ভোটাধিকার প্রদানকারী প্রথম দেশ হিসেবে আত্নপ্রকাশ করে।

নারীদের ভোটাধিকার আন্দলনের পিছনের প্রধান আলোর দূতি হিসেবে এবং দেশে বিদেশে নারীর অধিকার নিয়ে কাজ করেছেন।

তার অবদানকে সম্মান জানাতে নিউজিল্যান্ডের ব্যাংকনোটে একটি সাদা ক্যামেলিয়া ফুলের পাশাপাশি প্রদর্শিত করে ছাপানো হয়। এখানে সাদা ফুলটিকে নারীদের ভোটাধিকারের জন্য লড়াইয়ের প্রতীক হিসবে ব্যবহার করা হয়েছে।

কেট শেপার্ডের প্রতিকৃতি যুক্ত নিউজিল্যান্ডের ব্যাংকনোট  (ছবি: উইকিমিডিয়া কমনস)

ফারজানা জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

farjanazaman305@gmail.com

Share if you like

Filter By Topic