Loading...
The Financial Express

মাইক্রোসফটের মালিকানায় ‘কল অফ ডিউটি’ কি প্লেস্টেশনে থাকবে? 

| Updated: September 06, 2022 09:57:20


ছবি: অ্যাক্টিভিশন ব্লিজার্ড  ছবি: অ্যাক্টিভিশন ব্লিজার্ড 

গেইম নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে কিনে নেওয়ার চেষ্টা করছে মাইক্রোসফট। প্রশ্ন হচ্ছে, সে উদ্যোগ সফল হলে কী হবে এর তৈরি গেইমগুলোর? মাইক্রোসফট কি তার এক্সবক্স প্ল্যাটফর্মের জন্যই রাখবে সেগুলো, বিশেষ করে কল অফ ডিউটি? সে প্রশ্নের উত্তর মিলল সম্প্রতি। 

মাইক্রোসফট গেইমিংয়ের শীর্ষ কর্মকর্তা বলেছেন, মাইক্রোসফট মালিকানায় গেলেও কল অফ ডিউটি এখনই সরছে না সনির প্লেস্টেশন প্ল্যাটফর্ম থেকে। 

সনির সঙ্গে আগে থেকেই করা অ্যাক্টিভিশন ব্লিজার্ডের চুক্তির বাইরেও প্লে স্টেশনে ‘বেশ কয়েক বছর’ গেইমটি রাখার কথা দিয়েছেন মাইক্রোসফট গেইমিংয়ের সিইও ও এক্সবক্স প্রধান ফিল স্পেন্সার। 

এই বছরের শুরুতে প্লেস্টেশন প্রধান জিম রায়ানকে এক চিঠিতে এই প্রতিশ্রুতি দিয়েছেন স্পেন্সার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এই চিঠি থেকে পরিষ্কার ইঙ্গিত মেলে, নিয়ন্ত্রকরা মাইক্রোসফটের সঙ্গে অ্যাক্টিভিশনের ছয় হাজার আটশ ৭০ কোটি ডলারের চুক্তি অনুমোদন পেলেও প্লে স্টেশন থেকে হারিয়ে যাচ্ছে না কল অফ ডিউটি। 

“প্লেস্টেশনে কল অফ ডিউটি রাখার নিশ্চয়তা দিতে জানুয়ারি মাসে সনিকে একটি চুক্তি স্বাক্ষর করে দিয়েছি আমরা” --ভার্জকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন স্পেন্সার। 

“ফিচার ও কনটেন্টসহ সনির বিদ্যমান চুক্তির বাইরে কমপক্ষে আরও বেশ কয়েক বছর থাকবে এটি।” 

স্পেন্সার বলেন, “এটি এমন এক চুক্তি যা গেইমিং খাতের অন্যান্য গতানুগতিক চুক্তির চেয়ে আলাদা।” 

তবে, ঠিক কত বছরের জন্য গেইমটি প্লেস্টেশনে রাখার নিশ্চয়তা দিয়েছে মাইক্রোসফট তা এখনও পরিষ্কার নয়। 

এ বছরের শুরুতে মার্কিন প্রকাশনা ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে আসে, ‘অন্তত আগামী দুই বছরের জন্য’ প্লেস্টেশনে কল অফ ডিউটি গেইম রাখার কথা দিয়েছে মাইক্রোসফট, কারণ গেইমিং ফ্রাঞ্চাইজটির সঙ্গে সনির চুক্তি শেষ হওয়ার কথা ২০২৪ সালে। 

ফেব্রুয়ারি মাসে মাইক্রোসফট প্রকাশ্যেই জানায়, “চলতি চুক্তির বাইরেও ভবিষ্যতে কল অফ ডিউটি গেইম পাওয়া যাবে প্লেস্টেশনে।” 

এর পরও কল অফ ডিউটি ভক্তদের কাছে তর্কের বিষয় হচ্ছে, চুক্তির মেয়াদ শেষে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের মালিকানা হাতে পেলে মাইক্রোসফট গেইমটিকে ‘এক্সবক্স এক্সক্লুসিভ’ করে ফেলবে কি না। 

মাইক্রোসফটের সর্বশেষ বিবৃতিতে নির্দিষ্ট করে উল্লেখ নেই যে ওই ‘বেশ কয়েক বছর’ গেইমটি প্লেস্টেশনে থাকার পর কি হবে। তবে এটি পরিষ্কার যে প্লে স্টেশনে বিদ্যমান চুক্তির চেয়েও বেশি সময় গেইম রাখার নিশ্চয়তা দিতে চায় কোম্পানিটি। 

তবে, মাইক্রোসফটের এমন উদারতাকে কেবল সনির জন্য এই প্রযুক্তি জায়ান্টের প্রেম ভাবা ঠিক হবে না। প্রযুক্তি সাইট ভার্জ বলছে, নিয়ন্ত্রক সংস্থার ভয় কমানো এই প্রতিশ্রুতির অংশ, যারা অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহনের জন্য মাইক্রোসফটের ছয় হাজার আটশ ৭০ কোটি ডলারের চুক্তিটি বিশ্লেষণ করছে। 

ব্রাজিলের ‘অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল ফর ইকোনমিক ডিফেন্স (সিএডিই)’কে দেওয়া নথিতে কল অফ ডিউটি গেইমের গুরুত্ব নিয়ে এরইমধ্যে তর্ক করেছেন সনি ও মাইক্রোসফটের আইনজীবিরা। 

সনি দাবি করছে, অ্যাক্টিভিশনের ‘কল অফ ডিউটি’র মতো ফ্রাঞ্চাইজ তৈরি করা কঠিন হবে অন্যান্য গেইম নির্মাতার জন্য, কারণ এটি নিজেই একটি ‘গেইমিং ক্যাটেগরি’। 

মাইক্রোসফট এর প্রতিক্রিয়ায় বলছে যে প্রতিদ্বন্দ্বীরা একে যতটা গুরুত্ব দিচ্ছে, এটি ততটা গুরুত্বপূর্ণ নয়। 

তবে বাস্তবতা এর মাঝামাঝি কোনো এক জায়গায় - প্রতিবেদনে বলেছে ভার্জ। 

‘সিএডিই’ কে দেওয়া নথিতে মাইক্রোসফট উল্লেখ করেছে, প্রতিদ্বন্দ্বী কোনো কনসোল স্টোরে ‘কল অফ ডিউটি’ না রাখলে তা কোম্পানির জন্য ‘একেবারেই লাভজনক হবে না’। 

অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিভিন্ন গেইম প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে না চালানোর কৌশল মাইক্রোসফটের জন্য লাভজনক হবে কেবল যদি ‘এক্সবক্স ইকোসিস্টেমে’ বিশাল সংখ্যক গেইমার আকৃষ্ট করতে পারে গেইমগুলো, যার ফলে প্রতিদন্দ্বী প্ল্যাটফর্মে এই সব গেইম বিক্রি না করেও আয় করতে পারবে মাইক্রোসফট। 

গেইমটি ‘এক্সবক্স এক্সক্লুসিভ’ হবে কি না, তা নিয়ে ভয় আরও বেড়েছে গত বছর মাইক্রোসফটের ‘বেথেসডা’ অধিগ্রহনের পর। 

সনিকে প্লে স্টেশনে ‘ডেথলুপ’ গেইমের বিদ্যমান চুক্তি রাখার প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট। তবে, ‘রেডফল’ ও ‘স্টারফিল্ড’ গেইম দুটো ‘এক্সবক্স’ এবং ‘পিসি এক্সক্লুসিভ’ হিসেবে এনেছে তারা। 

মাইক্রোসফট ও অ্যাক্টিভিশন ব্লিজার্ডের চুক্তি নিয়ে যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটির (সিএমএ)’ আরও গভীর তদন্তের পেছনে ভূমিকা ছিল কল অফ ডিউটি গেইম নিয়ে চলমান এই প্রতিযোগিতা। 

তদন্তের দ্বিতীয় পর্যায়ে যাচ্ছে ‘সিএমএ’, যেখানে একটি স্বাধীন প্যানেল সিদ্ধান্ত নেবে ‘কল অফ ডিউটি’ ও ‘ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট’-এর মতো গেইমে মাইক্রোসফটের নিয়ন্ত্রণ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের জন্য ক্ষতিকর হবে কি না। 

কল অফ ডিউটি গেইম নিয়ে এক্সবক্স ও প্লেস্টেশনের লড়াই চলে আসছে যখন থেকে ফ্রাঞ্চাইজটি চালু হয়েছে। গেইমটির আসল ঠিকানা এক্সবক্স হলেও ২০১৫ সালে প্লেস্টেশন ভক্তদের জন্য গেইমের একটি ‘ডাউনলোডএবল কনটেন্ট’ আনার চুক্তি সম্পন্ন করে সনি।  

মাইক্রোসফট ও সনির আইনজীবীরা কল অফ ডিউটি গেইম নিয়ে বিতর্ক চালিয়ে যাওয়ায় অব্যাহত থাকবে এই লড়াই। পাশাপাশি, গেইমটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন নিয়ন্ত্রকরা। 

Share if you like

Filter By Topic