Loading...
The Financial Express

বেবি বাম্পের ছবি দিয়ে বুবলী বললেন, সব জানাবেন ‘কয়েকদিনের মধ্যে’

| Updated: September 28, 2022 19:28:40


বেবি বাম্পের ছবি দিয়ে বুবলী বললেন, সব জানাবেন ‘কয়েকদিনের মধ্যে’

ফেইসবুকে বেবি বাম্পের এক ছবি দিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনার মধ্যে চিত্রনায়িকা শবনম বুবলী বললেন, ‘স্পর্শকাতর’ এই বিষয়ে অচিরেই সব কিছু জানাবেন তিনি।

মঙ্গলবার বিকালে হঠাৎ করেই ফেইসবুকে দুটি ছবি পোস্ট করেন ঢালিউডের এই চিত্রনায়িকা। তার একটিতে বেবি বাম্প স্পষ্ট ধরা পড়ে নেটিজানদের কাছে। 

ওই ছবির ক্যাপশনে বুবলী লেখেন- ‘আমি আমার জীবনের সঙ্গে’। ছবিটি যে আমেরিকায় তোলা, তাও প্রকাশ করেন তিনি। তবে কবেকার, সে বিষয়ে কিছু জানাননি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

চার ঘণ্টার মধ্যে সেই ছবি তিনশর বেশি শেয়ার হয়, মন্তব্য আসে প্রায় চার হাজারের মতো।

অনেকেই মন্তব্য করেন, বুবলীর সন্তানসম্ভবা হওয়ার যে গুঞ্জন ইতোপূর্বে ছড়িয়েছিল, তার সত্যতা এখন পেলেন তারা।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যে বুবলী দুই বছর আগে কয়েক মাস যুক্তরাষ্ট্রে ছিলেন।

এখন বাংলাদেশে শুটিং চলার মধ্যে এই ছবি পোস্ট করা নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ‘চাদর’ সিনেমার শুটিং স্পটে বুবলীকে পেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, “আমি কিছুদিন সময় চাই।

“তবে এটুকু বলব আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে ...। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাব।”

এর মধ্যদিয়ে নিজের বিয়ের কথা অনেকটাই স্বীকার করে নিলেন বুবলী; যদিও স্বামীর নাম প্রকাশ করেননি তিনি।

শাকিব খানের বিপরীতে বসগিরি দিয়ে ২০১৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক এক সময়ের টিভি সংবাদ পাঠক বুবলীর।

পরে শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জন চলে। তবে এরমধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ছেলেশিশুকে প্রকোশ্যে এনে জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং এই সন্তান তাদেরই।

শাকিব প্রথমে স্বীকার না করলেও পরে স্ত্রী-সন্তানকে স্বীকার করে নেন। তবে বছরখানেকের মধ্যেই তাদের বিয়ে ভেঙে যায়। তাদের ছেলে আব্রাম খান জয় এখন মূলত মা অপুর সঙ্গেই থাকছেন।

Share if you like

Filter By Topic