Loading...
The Financial Express

বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলল বাংলাদেশ

| Updated: September 27, 2022 17:55:03


বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলল বাংলাদেশ

দুই বছর আগে কোভিড মহামারী হানা দেওয়ার পর বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় বাংলাদেশ। পরিস্থিতির উন্নতিতে অন্য শ্রেণীর ভিসা দেওয়া শুরু হলেও টুরিস্ট ভিসা বন্ধই ছিল। 

সোমবার বিদেশি পর্যটকদের জন্য জারি করা বিধি-নিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি। 

মাহবুব বলেন, কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ নিয়ে পর্যটকদের জন্য দ্বার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মহামারীতে দেশের পর্যটন শিল্প বেশ ক্ষতির মুখে পড়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে ও টেকসই পর্যটন উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।  

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পর্যটন বোর্ড একটি ‘ট্যুরিজম রিকভারি প্ল্যান’ নিয়েছে। এই পরিকল্পনায় উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নের জন্য ২০টি গাইডলাইন তৈরি করা হয়েছে এবং সে অনুযায়ী কাজ চলছে, যার ফলে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াচ্ছে। 

Share if you like

Filter By Topic