Loading...
The Financial Express

বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় সরানো হল অতিরিক্ত পুলিশ সুপারকে

| Updated: August 17, 2022 20:07:01


বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় সরানো হল অতিরিক্ত পুলিশ সুপারকে

ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, “অতিরিক্ত পুলিশ সুপারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার জাতীয় শোক দিবসে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিপেটা করে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান বলেন, গতকাল শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে তদন্ত কমিটির প্রধান এস এম তারেক রহমানকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

Share if you like

Filter By Topic