Loading...
The Financial Express

বনানী-গুলশানে ৩ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

| Updated: February 02, 2023 18:06:05


বনানী-গুলশানে ৩ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজউকের অনুমোদন ছাড়া আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার করায় তিন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

বুধবার ঢাকার গুলশান, বনানী, বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ডেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া বলেন, এই প্লটগুলো আবাসিক প্ল্যানে নির্মাণ করা হলেও তাতে বাণিজ্যিক সংযোগ ব্যবহার করা হচ্ছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“আমরা আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার না করার জন্য আগে থেকেই গ্রাহকদের নোটিস দিয়ে আসছি। তাদেরকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতিপত্র গ্রহণ করার কথা বলা হয়েছিল। তবে নির্দিষ্ট সময়ের পরেও যারা ডকুমেন্ট জমা দেননি, তাদের সংযোগগুলো আজ বিচ্ছিন্ন করা হচ্ছে।”

তিনি বলেন, “অভিযানে গুলশানে দুটি ও বনানীতে একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।”

মোট ১৭৮টি ভবনে আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিক কাজ চালানোর তথ্য পেয়েছে ডেসকো। এর আগে ২৮টি ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে সাইফুর জানান।

Share if you like

Filter By Topic