Loading...
The Financial Express

ফেইসবুক ফিডে চলছে ‘সেলিব্রেটি পেইজ বিভ্রাট’

| Updated: August 25, 2022 09:52:04


প্রতীকী ছবি  প্রতীকী ছবি 

এক ‘অদ্ভুত’ বিপাকে পড়ছেন ফেইসবুক ব্যবহারকারীরা; নিউজ ফিডে বন্ধু আর কাছের মানুষ অথবা ফলো করা পেইজের পোস্টের জায়গা দখল করে নিয়েছে সেলিব্রেটিদের পেইজে অপরিচিতদের অপ্রাসঙ্গিক পোস্ট। 

বিভ্রাট ট্র্যাকিং সেবা ডাউনডিটেক্টরের তথ্য বলছে, বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকেই এই ‘সেলিব্রেটি পেইজ বিভ্রাট’ শুরু হয়েছে ফেইসবুকে। 

দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত ডাউনডিটেক্টরে ফেইসবুকের এই বিভ্রাটের খবর দিয়েছেন দুই হাজার আটশর বেশি ব্যবহারকারী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

অভিযোগকারীদের মধ্যে ৪৫ শতাংশ বলেছেন, সমস্যা তাদের ফেইসবুক অ্যাপে। নিউজ ফিডে বিভ্রাটের কথা বলেছেন ৪৩ শতাংশ; আর ওয়েবসাইটের কথা বলেছেন ১২ শতাংশ অভিযোগকারী। 

এই ‘অদ্ভুত’ জটিলতা নিয়ে এখনও মুখ খোলেনি ফেইসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড। ভুক্তভোগী ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ‘সেলিব্রেটি পেইজ বিভ্রাট’ নিয়ে পোস্ট করছেন টুইটারে। 

বিট্রিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, উত্তর আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই জটিলতার খবর জানিয়েছেন ফেইসবুক ব্যবহারকারীরা।  

তবে, ফেইসবুক ব্যবহারকারীদের সবাই এ সমস্যায় পড়েননি বলে জানিয়েছে মেইল অনলাইন। একাধিক সংবাদমাধ্যম বলেছে, তারা এ বিষয়ে মেটার সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি। 

Share if you like

Filter By Topic