Loading...

ফাহমিদা আজিম: একজন বাংলাদেশি-আমেরিকানের পুলিৎজার জয়

| Updated: August 31, 2022 19:21:54


ছবি: ফাহমিদা আজিম এর ওয়েবসাইট ছবি: ফাহমিদা আজিম এর ওয়েবসাইট

সম্প্রতি সাংবাদিকতা এবং প্রকাশনায় অসামান্য কাজের জন্য দেয়া পুলিৎজার পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশি বংশদ্ভুত মার্কিন লেখক এবং ইলাস্ট্রেটর ফাহমিদা আজিম। ইনসাইডার – এর জন্য করা এক ইলাস্ট্রেটেড অ্যালবামের জন্য তিনি এই পুরস্কার পান।

ইলাস্ট্রেশনটি চীনে বসবাসকারী মুসলিম উইঘুর সম্প্রদায়ের দুর্দশার বর্ণনা দিয়েছে। কিভাবে একজন মুসলিম উইঘুর নারী চীনে বসবাস করার সময় স্থানীয় পুলিশের কাছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জন্য নির্যাতনের শিকার হয়েছিলেন সেই গল্পই ছবি এঁকে এঁকে ফাহমিদা চিত্রিত করেছেন তার কাজে।

ফাহমিদার কাজ বরাবরই মুসলিম, বাঙালি এশীয়দের গল্প বলে এসেছে। এই কাজটিতেও সেটার ব্যতিক্রম হয়নি। ফাহমিদা তার কাজের মাধ্যমে বিশ্বজুড়ে মুসলিমদের উপর ঘটে যাওয়া ঘটনাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন । 

পুরস্কারটি কয়েকটি বিভাগে দেয়া হয় এবং ‘সচিত্র প্রতিবেদন এবং ভাষ্য’ বিভাগে ২০২২ সালের পুরস্কার জিতে নিয়েছেন ফাহমিদা। পুরস্কারটি জিতে নিয়ে তিনি যে শুধুই তার প্রতিভা এবং সৃজনশীলতাকে চিহ্নিত করেছেন এমনটি নয় - একজন নারী হিসেবে, একজন মুসলিম এবং একজন বাঙালি হিসেবেও তার এই অর্জন একটি গর্বের ব্যাপার।

ছবি : ইনসাইডারের ওয়েবসাইট

ফাহমিদা আজিম মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে থাকেন। তার গল্প বলার প্রক্রিয়াতে তার নিজের ব্যক্তিগত যোগাযোগ স্পষ্ট লক্ষণীয়। প্রতিটি গল্পই যেন তার সাথে জুড়ে রয়েছে।

ফাহমিদার কাজ

 

ছবি : ফাহমিদা আজিম এর ওয়েবসাইট

 

ফাহমিদা, একজন চিত্রশিল্পী হিসেবে তার কাজে চমৎকারভাবে কাজ করেছেন। তার কাজ দ্য নিউ ইয়র্কার, ইনসাইডারের মতো বিশ্ব বিখ্যাত ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তিনি শুধু বিশ্ববিখ্যাত সংবাদপত্রে বা গণমাধ্যমে তার কাজ প্রকাশ করেই থেমে থাকেননি, তিনি অটোবায়ো কম্পোজিশন বা আত্মজীবনী প্রকাশনার জন্য তার চিত্র অন্তর্ভুক্ত করে প্রকল্প গ্রহণ করতে শুরু করেছিলেন।

ফাহমিদা জোট বেঁধে কাজ করেছেন সৃষ্টিশীল মানুষদের সাথে। তিনি এস. ফারহান মুস্তাফার অটোবায়ো প্রবন্ধে কাজ করেছিলেন এবং তার কাজ প্রাথমিকভাবে আমেরিকার দক্ষিণ অংশের অভিবাসীদের খাবার এবং ঐতিহ্যের স্থানকে চিত্রিত করেছিল। তার চিত্রগুলি কেবল চিত্র নয়, শৈল্পিক বিবরণ এবং স্বতন্ত্রতা একত্রিত হয়েছে তার চিত্রকর্মে।

 

ছবি : ফাহমিদা আজিম এর ওয়েবসাইট

 

পুলিৎজার জয়ের আগেও তিনি তার কাজের মাধ্যমে দেখিয়েছেন নারীদের দুর্দশা, বিশেষ করে মুসলিম নারীদের কষ্ট এবং তাদের মধ্যে কেউ কেউ কীভাবে পরিবর্তনের জন্য কাজ করতে চান।

জটিলতার মধ্য দিয়ে যেতে হলেও হার মানতে নারাজ নারীদের গল্প বলেছেন ফাহমিদা আজিম । তিনি দ্য নিউ হিউম্যানিটেরিয়ানের জন্য চিত্রকর্ম করেছেন যেখানে তিনি আশাবাদী এবং সাহসী দুই রোহিঙ্গা নারী রোমিদা এবং হাফসার গল্প বলার চেষ্টা করেছেন। এই দুই রোহিঙ্গা নারী বাংলাদেশি রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ছিলেন যারা শরণার্থী শিবির থেকে মিয়ানমারে ফিরে আসার জন্য তাদের আশা ব্যক্ত করেছেন হওয়ার সাহস করেছেন। তারা শরণার্থী শিবিরগুলিতে ইতিবাচক প্রভাব ফেলতে এবং পরিবর্তন আনতে চেষ্টা করেছেন। 

তার কাজগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো ‘উই আর লেডি পার্টস’ এর জন্য করা চিত্রকর্ম। একটি যুক্তরাজ্য ভিত্তিক মুসলিম নারীদের মিউজিক্যাল গ্রুপের গল্পের উপর ভিত্তি করে বানানো সিরিজ এটি। নারী স্বাধীনতা, কিভাবে সৃষ্টিশীল নারীরা কঠিন সময় পারি দেয়ার মাধ্যমে আরো শক্তিশালী এবং দৃঢ় হয়ে ওঠেন এগুলো বরাবরই দেখা গিয়েছে ফাহমিদার ইলাসট্রেশনে।

ছবি : ফাহমিদা আজিম এর ওয়েবসাইট

ফাহমিদা, আমেরিকান হওয়া সত্ত্বেও তার শিকড় এবং তিনি কোথায় ছিলেন তা কখনও ভুলে যাননি। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রচারিত বিতর্কিত বিষয়গুলিতে কেন্দ্রীভূত তার কাজগুলি অন্যান্য মাত্রায় তার দক্ষতা দেখায় এবং সেগুলি তার বহুমুখীতারও স্বাক্ষর। তিনি ৯/১১ এর স্মৃতি নিয়ে গঠিত একটি প্রকল্পে কাজ করেছিলেন, প্রকল্পটি একটি কমিক বই যা ৯/১১ এর প্রভাব ফুটিয়ে তুলেছে। 

 

ছবি : ফাহমিদা আজিম এর ওয়েবসাইট

ফাহমিদার গল্পের সবচেয়ে বড় অংশ হল তিনি তার মতো মানুষের সম্পর্কে কথা বলেন - যারা মেয়ে, বা নারী, বা যারা অল্প সময়ের মধ্যেই পূর্ণ বয়স্ক নারী হয়ে উঠবে।

সামিরা সার্ফস-এ তার কাজ একজন উচ্চাকাঙ্ক্ষী, মুক্তমনা রোহিঙ্গা শরণার্থী মেয়ে সামিরার গল্পকে চিত্রিত করেছে, যে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য শরণার্থী শিবিরে একটি স্থানীয় সার্ফ ক্লাবে যোগ দেয়।  সামিরা সার্ফস এর জন্য তার কাজ ২০২২ সালে গোল্ডেন কাইট পুরস্কার জিতেছে।

ফাহমিদা বিশ্ব বিখ্যাত পোর্টালে তার কাজ প্রকাশ করেই থামেননি। তার প্রফুল্লতার প্রতি তার প্রতিক্রিয়ায়, তার গ্রাফিক উপন্যাস তৈরি হচ্ছে।

 

সোফিয়া নুর বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন।

sofiautilitarian@gmail.com

Share if you like

Filter By Topic