ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সুরক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে ভ্লাদিমির পুতিন যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তা ধাপ্পা নয় বলেই মনে করেন তিনি।
গত সপ্তাহে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বলেছিলেন, রুশ ভূখণ্ডের অখণ্ডতা হুমকির মুখে পড়লে রাশিয়া এবং এর জনগণের সুরক্ষায় মস্কো ‘সব উপায় কাজে লাগাতে পারে’।
“দেখুন, গতকাল পর্যন্ত হয়তো এটি ধাপ্পাই ছিল, কিন্তু এখন এটি বাস্তবতাও হতে পারে। আমার মনে হয় না তিনি ধাপ্পা দিচ্ছেন,” আগে রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি-ধামকিতে গা না করা জেলেনস্কি রোববার সিবিএস নিউজকে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেইনের দুটি পারমাণবিক কেন্দ্র বা এর আশপাশে রাশিয়ার হামলাকে ‘সমসাময়িক পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা পারমাণবিক ব্ল্যাকমেইল’ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
সাম্প্রতিক মাসগুলোতে কিইভ বারবারই রাশিয়ার বিরুদ্ধে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ করে যাচ্ছে। মস্কো সম্প্রতি পিভদেনোক্রেইনস্কা পারমাণবিক কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও দাবি কিইভবাহিনীর।
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেকদিন ধরেই রাশিয়ার দখলে।
নিজেদের দখলে থাকা বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া হামলা চালাচ্ছে- ইউক্রেইনের এই অভিযোগকে ‘উদ্ভট ও অসত্য’ বলার পাশাপাশি কিইভবাহিনীর নিরবচ্ছিন্ন গোলা হামলায় কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ প্রায়ই বিঘ্নিত হচ্ছে বলে সফরে যাওয়া আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের কাছেও অভিযোগ করেছে মস্কো।
জাপোরিঝিয়া নিয়ে পাল্টা দোষারোপ করলেও পিভদেনোক্রেইনস্কায় হামলা প্রসঙ্গে কিছু বলেনি তারা।
