ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিউ মার্কেট যাওয়ার পথে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।
মো. মহিউদ্দিন খান নামের ওই জুয়েলারি ব্যবসায়ী তাঁতীবাজার থেকে নিউ মার্কেটে আসার পথে এ ঘটনা ঘটে বলে সোমবার জানিয়েছেন শাহবাগ থানার ওসি মাওদুত হাওলাদার।
তিনি জানান, রাজধানীর নিউ মার্কেটে জুয়েলারির ব্যবসা প্রতিষ্ঠান আছে মহিউদ্দিনের।
গত শনিবার বিকালে এ ঘটনা ঘটলেও শাহবাগ থানায় মামলা হয়েছে রোববার রাতে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মামলায় ওই ব্যবসায়ীর অভিযোগ, শনিবার বিকাল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সামনে থেকে ভাড়া করা মোটরসাইকেল করে নিউ মার্কেট যাচ্ছিলেন। তিনি নিউ মার্কেট পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছালে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে জোর করে পাজেরো গাড়িতে তুলে নেওয়া হয়।
এসময় দুবৃত্তরা তার দুই পায়ে রাবার দিয়ে বাঁধা ২ লাখ করে ৪ লাখ টাকা এবং কোমরে কাপড়ের বেল্টে বেঁধে রাখা আরও ১৬ লাখ টাকা ছিনিয়ে নেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।
শাহবাগ থানার ওসি ঘটনার বিষয়ে জানান, আটকানোর সময় মহিউদ্দিন প্রথমে ‘আইনশৃঙ্খলা বাহিনী’র কথা মনে করেছিল। কিন্তু তাকে গাড়িতে উঠিয়ে হাত ও মুখ বেঁধে ফেলার পরে বুঝতে পারেন ডাকাত দলের কবলে পড়েছেন।
পরে দুর্বত্তরা তাকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুরে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যায় এবং পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
ওসি বলেন, এই ঘটনা পাঁচজনের বেশি সদস্য ঘটিয়েছে মনে হওয়ায় থানায় একটি ডাকাতির মামলা হয়েছে এবং থানা ও গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।
এজাহারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মওদুত জানান, গাড়িতে তোলার পর দুর্বৃত্তরা তার চোখ বাঁধে এবং কেন বাঁধছে জানতে চাইলে চুপ থাকতে বলে। তারা মহিউদ্দিনের চোখে-মুখে কিল-ঘুষি মারতে থাকেন।
