জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
পুলিশ সদর দপ্তর বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে নিউ ইয়র্কে গেছেন পুলিশ প্রধান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
“সেখানে তিনি ‘ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিটে’ (ইউএনকপস) অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি মতবিনিময় করবেন।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পুলিশ প্রধান যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে পৌঁছালে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল ও প্রবাসী বাংলাদেশিরা তাকে অভ্যর্থনা জানান।
বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গেলেও আইজিপি আলাদাভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছান। জাতিসংঘ সদর দপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলনে তিনি অংশ নেবেন।
এ মাসের শুরুতে ওই সম্মেলনের কথা জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বেনজীর আহমেদের সফর নিয়ে শুরুতে সংশয় থাকলেও ২৫ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু আইজিপির ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
