Loading...
The Financial Express

নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

| Updated: August 28, 2022 20:18:21


নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুকে জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত করেছেন দেশের আইনসভার সদস্যরা।

রোববার একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়নের পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ডেপুটি স্পিকার হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর নাম প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। সেই প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

টুকু একমাত্র প্রার্থী হওয়ায় তার নির্বাচিত হওয়ার পথে কোনো বাধা ছিল না। তবে নিয়ম থাকায় প্রধান হুইপের প্রস্তাব ভোটে দেন স্পিকার। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

স্পিকার বলেন, “মাননীয় সদস্য শামসুল হক টুকু জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।“

Share if you like

Filter By Topic