Loading...
The Financial Express

ঢাকার হোটেলে নারী চিকিৎসককে গলা কেটে হত্যা

| Updated: August 12, 2022 09:22:42


পান্থপথের 'ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট’ নামের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে চিকিৎসকের লাশ। পান্থপথের 'ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট’ নামের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে চিকিৎসকের লাশ।

ঢাকার পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

২৭ বছর বয়সী ওই তরুণী ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

বুধবার রাতে পান্থপথের 'ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট’ নামের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর হোসেন জানান।

তিনি বলেন, “রেজাউল করিম রেজা নামের এক যুবকের সঙ্গে ওই হোটেলে তিনি উঠেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে। বুধবার সকাল ৮টায় তারা চেক ইন করেন। দুপুরের দিকে ওই যুবক হোটেল কক্ষে তালা মেরে চলে যায়।

“পরে হোটেল ম্যানেজার ওই যুবককে ফোন করলে সে বলে, ‘ও ঘুমাচ্ছে। আমি আসছি’। বিকালে আবার কল করলে তার ফোন বন্ধ পান ম্যানেজার। ওই যুবক আর না আসায় রাতে তিনি বিষয়টি পুলিশকে জানান।”

পরিদর্শক জাফর বলেন, ওই হোটেলের চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষে বিছানায় পড়ে ছিল মরদেহ। শরীরে একাধিক জখমের দাগ ছিল।

এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “রেজার সঙ্গে ওই চিকিৎসকের প্রেমের সম্পর্ক ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

Share if you like

Filter By Topic