Loading...
The Financial Express

চাঁদপুরে রাস্তার পাশে বিএনপি নেতার লাশ, অভিযোগ হত্যা

| Updated: November 02, 2022 18:49:43


মান্দাতলী গ্রামে রাস্তার পাশে সলিমুল্লাহ লাভলুর মরদেহ পড়েছিল। মান্দাতলী গ্রামে রাস্তার পাশে সলিমুল্লাহ লাভলুর মরদেহ পড়েছিল।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির স্থানীয় এক নেতার লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। 

বুধবার সকালে ফতেহপুর ইউনিয়নের মান্দাতলী গ্রামে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সলিমুল্লাহ লাভলু ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য; তিনি মান্দারতলী গ্রামের আমির হোসেন মাস্টারের ছেলে।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ মহিনউদ্দিন জানান, ভোরে গ্রামের এক ভ্যানচালক মান্দারতলী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

“রাতে কোনো এক সময় তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।”

নিহতের স্কুলপড়ুয়া ছেলে লাবিব জানায়, গত মঙ্গলবার বিকালে স্কুল ছুটি হওয়ার পর তাদের গ্রামের শিপন (২১) তার (লাবিব) পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। লাবিবের বাবা লাভলু বিষয়টি জানার পর শিপনকে জিজ্ঞেস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

লাভলু হত্যায় গ্রামের তিন যুবক জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে তার পরিবার।

ওসি মহিনউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share if you like

Filter By Topic