Loading...

ঘুষ দাবি করে সেনা সদস্যকে ‘মারধর’, রেলের ৩ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

| Updated: August 27, 2022 12:09:58


ঘুষ দাবি করে সেনা সদস্যকে ‘মারধর’, রেলের ৩ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

ট্রেনে ওঠার সময় এক সেনা সদস্যের কাছ থেকে ঘুষ দাবি করে মারধরের ঘটনায় চট্টগ্রাম রেল স্টেশনের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা শুক্রবার জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ। 

গ্রেপ্তাররা হলেন- সিপাহী মাইন হাসান রাকিব, রিটন চাকমা ও হাবিলদার রবিউল ইসলাম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনী- আরএনবির সদস্য। রাকিবকে ঢাকা থেকে এবং বাকিদের চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। 

এ বিষয়েএ চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে ইউসুফ জানান, গত ৮ অগাস্ট রাতে এক সেনা সদস্য ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করেছিলেন। 

কিন্তু ট্রেনে উঠতে গেলে তার কাছ থেকে আরএনবির ওই সদস্যরা অতিরিক্ত ১৫০ টাকা দাবি করেন। 

র‍্যাব অধিনায়ক বলেন, “এ নিয়ে বিতণ্ডার জেরে ওই সেনা সদস্যকে মারধর করেন এবং পরিচয় পাওয়ার পর বাহিনীর নাম ধরেও গালাগাল করেন তারা।” 

গ্রেপ্তার রাকিব হামলার নেতৃত্ব দিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “এ হামলার সঙ্গে চারজন জড়িত। রাকিব ওই সেনা সদস্যকে বন্দুক দিয়ে আঘাত করে এবং মারধর করে। ইয়াছিন নামে আরও একজন পলাতক আছেন।” 

মারধরের ঘটনাটি একটি অনলাইন পত্রিকার সাংবাদিক ভিডিও করেছিলেন জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, আরএনবি সদস্যরা সেই সাংবাদিকের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার চেষ্টা করেছিল এবং তাকেও লাঞ্চিত করে। 

বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল জানিয়ে সংবাদ সম্মেলনে ইউসুফ বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। এ ধরনের কাজ করে কেউ পার পেয়ে যাবে, সেটা হতে পারে না।” 

র‌্যাব জানায়, হামলার বিষয়টি আহত সেনা সদস্য দায়িত্বরত আরএনবি পরিদর্শককে জানান। 

“আরএনবি পরিদর্শক তিন সদস্যকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা অস্বীকার করে, পরে ভিডিও দেখে বিষয়টির সত্যতা পাওয়া গেলে তারা ভুল স্বীকার করে।” 

র‍্যাব অধিনায়ক বলেন, “এত বড় ঘটনার পরও ওই পরিদর্শক কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে মৌখিকভাবে সমাধান করার চেষ্টা করেছেন। অবশেষে গতকাল তিনজনকে বরখাস্ত করার কথা জানিয়েছেন। 

“তবে তিনি সে বিষয়ে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। পরিদর্শককে মামলার আসামি না করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” 

হামলার ঘটনাটি এতদিন গোপন ছিল কেন, সেই প্রশ্নে তিনি বলেন, “আরএনবি পরিদর্শককে অবহিত করার পর তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলে বিষয়টি ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ওই সেনা সদস্যকে। যে কারণে তিনি আর কারও কাছে অভিযোগ করেননি।”  

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ঘুষ দাবি, আক্রমণ, মারামারি, হত্যাচেষ্টা এবং মানহানির অভিযোগে পাঁচটি মামলা করা হবে। 

Share if you like

Filter By Topic