Loading...

ক্রেডিট কার্ডে সীমার বেশি ডলার ব্যয়, ২৭ ব্যাংককে নোটিস

| Updated: September 05, 2022 15:31:52


ক্রেডিট কার্ডে সীমার বেশি ডলার ব্যয়, ২৭ ব্যাংককে নোটিস

ক্রেডিট কার্ড গ্রাহকরা বিদেশে নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্যয় করায় ২৭ ব্যাংককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার দেশি বিদেশি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। 

তিনি জানান, ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সীমাতিরিক্ত ব্যয় করা হয়েছে। ২৭টি ব্যাংক এসব কার্ড ইস্যু করেছে। তাদের কাছে সীমার বাইরে ব্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

“সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ পরিদর্শনে বিষয়টি বেরিয়ে আসে,” যোগ করেন তিনি। এসব ব্যাংককে পাচ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একজন ব্যক্তি প্রতি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে তা আরও ৫০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। 

ব্যাংকাররা জানান, ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা ব্যবহারের বেলায় গ্রাহকদের নির্ধারিত সীমা বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে। এসব গ্রাহকদের ক্ষেত্রে সীমার এ নিয়ম মানেনি ব্যাংকগুলো। 

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এসব কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত খরচ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে উঠে এসেছে। 

তবে কার্ডগুলোর গ্রাহকরা মোট কত ডলার এবং সীমার চেয়ে কত বেশি ব্যয় করেছেন তা এখনও জানা যায়নি।  

এর আগে ন্যাশনাল ব্যাংকের ১১টি ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা ভেঙে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা খরচের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ধরা পড়েছিল। এজন্য ব্যাংকটিকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। 

Share if you like

Filter By Topic