Loading...
The Financial Express

কোভিড রোগী শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়াল

| Updated: September 24, 2022 17:08:22


কোভিড রোগী শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়াল

দেশে টানা পঞ্চম দিনের মত ২৪ ঘণ্টায় ছয়শর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে, শনাক্তের হার ছাড়িয়েছে ১৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৬২০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগের দিনও একজনের মৃত্যু হয়েছিল, শনাক্ত হয়েছিল ৬৭৮ জন নতুন রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৫ দশমিক ৩৮ শতাংশ হয়েছে, যা বৃহস্পতিবার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ।

দৈনিক শনাক্তের এই হার ১০ জুলাইয়ের পর সর্বোচ্চ। সেদিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৪৭ শতাংশ ।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৪৭ জন।

২৪ ঘণ্টায় ৩৪৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৪৭১ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত একদিনে দেশের ৩৯ জেলায়ই নতুন রোগী পাওয়া গেছে।

গত একদিনে মারা যাওয়া ব্যক্তি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ৪১ লাখ।

Share if you like

Filter By Topic