Loading...
The Financial Express

কুমিল্লায় বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল তিনজনের

| Updated: August 21, 2022 11:39:14


প্রতীকী ছবি প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শনিবার দুপুরে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলার বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান।

নিহতরা হলেন- গ্রামের হোসনে আরা বেগম (৬০),তার ছেলে তারা মিয়া (৩০) এবং নাতি রিফাত হোসেন (৮)।

স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে তারা মিয়ার ভাগ্নে রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে পাশের দৌলতপপুর থেকে এলখাল গ্রাম পর্যন্ত বিদ্যুতের লাইনের একটি ছেঁড়া তারে রিফাত জড়িয়ে পড়ে।

“তার চিৎকার শুনে নানি হোসনে আরা বেগম তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। মা ও ভাগ্নেকে উদ্ধারে গিয়ে তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরিবারটি হতদরিদ্র।”

ঘটনাস্থলেই পরিবারের তিনজনের মৃত্যু হয় জানিয়ে ইউপি সদস্য বলেন, ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দৌলতপুর বিদ্যুৎ অফিসে খবর দিলে সেখান থেকে সংযোগ বন্ধ করা হয়।

“তবে ছেঁড়া তারটি আগে কেউ দেখেননি। অনেকের ধারণা, ঘটনার সময় এটি ছিঁড়ে পড়তে পারে।”

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share if you like

Filter By Topic