Loading...

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

| Updated: August 27, 2022 19:25:20


ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন একজন। 

শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকার শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল এলাকার জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০) ও একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ার ইসলাম (২৫) এবং রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের মেরংলোয়া এলাকার মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১)।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। 

আহত মো. হাবিবুল্লাহ (২০) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়ার নুরুল আলমের ছেলে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে সাইফুল বলেন, “কক্সবাজারমুখী অটোরিকশাকে একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং পাঁচজন আহত হন।

“স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে বলে জানান তিনি।

মৃত চারজনের লাশ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

Share if you like

Filter By Topic