“একটুও ভালো লাগছে না। খুব স্ট্রেস গেছে কয়টা দিন। এখনই চলে যেতে পারলে ভালো হতো…,” পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার আগে টিম হোটেলে বললেন খালেদ মাহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দলের মানসিক অবস্থাই যেন ফুটে উঠল টিম ডিরেক্টরের কথায়। দুবাই ছাড়লেই বেঁচে যাওয়া যায়!
শুক্রবার রাতেই দেশের উদ্দেশ্যে রওনা হবেন বেশির ভাগ ক্রিকেটার। কদিন পরেই তাদের নেমে পড়তে হবে নতুন অভিযানে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ ক্রিকেটাররা। মুখ ভার সবার। সম্ভাবনা জাগিয়েও দুটি ম্যাচেই হার মানতে কষ্ট হচ্ছে তাদের। অন্তত একটি জয় প্রাপ্য বলেই মনে করছেন তারা। সেটি হয়নি। তাই ব্যর্থতা মেনে নিয়েই ফিরে যাচ্ছেন দেশে।
আপাতত কিছু দিন বিশ্রাম পাবেন। আগামী ১২ সেপ্টেম্বর আবার মাঠে নামতে হবে তাদের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটসম্যান ও পেসারদের নিয়ে ক্যাম্প করবেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেওয়ার পরপরই সংযুক্ত আরব আমিরাতে চলে আসেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার। সেভাবে কাউকে দেখার সুযোগ নেই। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। এর আগে নতুন কয়েকজন খেলোয়াড়কে দেখে নিতে চান শ্রীরাম।
চোট থেকে ফেরার অপেক্ষায় আছেন লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ। এর বাইরেও সম্ভাবনাময় ক্রিকেটারদের টেকনিক্যাল কনসালটেন্ট ক্যাম্পে দেখতে চান বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
“১১ তারিখ শ্রীরাম ঢাকায় চলে আসবে। সেখানে স্থানীয় কোচদের সঙ্গে ব্যাটসম্যান ও পেস বোলারদের নিয়ে একটা ক্যাম্প করবে। তাদের নিয়ে ওর কিছু কাজ আছে। আবার কিছু খেলোয়াড়কে ওর দেখারও ব্যাপার আছে, সেগুলো সে দেখবে।”
“যেহেতু সে ঢাকায় এসেই এশিয়া কাপে চলে এসেছিল এবং খেলোয়াড়দের দেখার সুযোগ পায়নি খুব একটা। সেই জন্য তিন-চার দিন নতুন খেলোয়াড় দেখতে চাচ্ছে, আমাদের তালিকায় যারা আছে। কিছু দিন আগেই ছিল, এখন হয়তো দলে নেই, তাদের দেখতে চাচ্ছে।”
এশিয়া কাপ থেকে দ্রুত বিদায় নেওয়ার পর নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেন জন্য আগেভাগেই দল পাঠানোর কথা ভাবছে বিসিবি। জালাল আভাস দিলেন, সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে বাংলাদেশের প্রস্তুতি।
“আমাদের তো কথা আছে সেপ্টেম্বরের ৩০ তারিখে যাওয়ার। আমরা আরও আগে যাওয়ার চেষ্টা করছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা ২৪-২৫ তারিখের দিকে (যেতে চাই)। চেষ্টা করা হচ্ছে, নিউ জিল্যান্ডে গিয়ে অনুশীলন করার জন্য।”
বিসিবি পরিচালক জালাল নিশ্চিত করেছেন, শ্রীরামের ক্যাম্পে থাকবেন না অধিনায়ক সাকিব আল হাসান এবং জাতীয় দলের অন্য কোনো কোচ।
টিম ডিরেক্টর মাহমুদ এখনই ভাবতে চাইছেন না ভবিষ্যৎ নিয়ে। খুব কাছে গিয়েও কোনো ম্যাচেই জিততে না পারাটা এখনও পোড়াচ্ছে সাবেক এই অধিনায়ক।
“আফগানিস্তান-শ্রীলঙ্কা দুই দলের সঙ্গেই জেতা উচিত ছিল। আমরা জিততে শিখতে পারছি না। গতকাল ব্যাটিংটা ভালো হয়েছে। সেটা নিয়ে সবাই খুশি ছিলাম। কিন্তু এত ওয়াইড, ‘নো’ দিলে কি জেতা যায়? আমরা এই জায়গাতেই পিছিয়ে গেছি। খুব কষ্টকর ছিল মেনে নেওয়া।”
