Loading...
The Financial Express

ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হারলেন শামীমা

| Updated: February 23, 2023 17:02:00


ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হারলেন শামীমা

ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ায় চলে যাওয়া শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন।

গতবছর নভেম্বরে পাঁচ দিনব্যাপী আপিলের শুনানি হয়। এরপর বুধবার যুক্তরাজ্যের বিশেষ অভিবাসন আপিল কমিশনের বিচারক রবার্ট জে শামীমার আবেদন পুরোপুরি নাকচের সিদ্ধান্ত জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শামীমার আইনজীবীরা তাকে মানবপাচারের শিকার বলে জোরাল যুক্তি দেখালেও বিচারক তার রায়ে শামীমার নাগরিকত্ব বাতিলের সরকারি সিদ্ধান্ত আইনসিদ্ধ ছিল বলে উল্লেখ করেছেন।

এ রায়ের ফলে শামীমার যুক্তরাজ্যে ফেরা নিষিদ্ধই থেকে গেল। ২৩ বছর বয়সী এক সন্তানের মা বাংলাদেশী বংশোদ্ভুত শামীমাকে সিরিয়ার উত্তরঞ্চলে শরণার্থী শিবিরেই থেকে যেতে হচ্ছে।

Share if you like

Filter By Topic