Loading...
The Financial Express

নেত্রকোণায় পুকুর খননের সময় মিললো মর্টার শেল

| Updated: October 23, 2022 21:00:28


ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোণার দুর্গাপুরে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল পাওয়া গেছে।

দুর্গাপুর থানার এসআই আব্দুল হান্নান জানান, শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিন নামে এক ব্যক্তির পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্থানীয়দের বরাতে এসআই বলেন, নাজিম উদ্দিনের একটি পুকুর ভেকু মেশিন দিয়ে খনন করছিলেন একই গ্রামের আজিজুল হক। এক পর্যায়ে তিনি মাটির নিচ থেকে ওই মর্টার শেলটি বেরিয়ে আসতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। বর্তমানে এটি স্থানীয় দেবতৈল মাঠে পুলিশের পাহারায় রাখা হয়েছে।

তিনি বলেন, “মর্টার শেলটি অনেক পুরোনো; এটির গায়ে ১৯৫৩ লেখা রয়েছে। ময়মনসিংহ থেকে বিশেষজ্ঞ টিম এসে মর্টার শেলটি দেখে বিস্তারিত সিদ্ধান্ত দেবেন।”

Share if you like

Filter By Topic