Loading...

কুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার


কুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পা রাখা এদেশের শিক্ষার্থীদের এক উল্লেখযোগ্য অংশ স্বপ্ন দেখেন উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার। কারও স্বপ্ন পড়াশোনার পাশাপাশি সেখানেই উন্নত ক্যারিয়ার গঠন, যার মাধ্যমে সেবা করা যায় বিশ্বমানবতার। আবার কারও স্বপ্ন থাকে বিদেশে উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে দেশে ফেরত এসে অর্জিত বিদ্যাকে দেশের উন্নয়নে, দেশের শিক্ষার্থীদের আলোকিত করার উদ্দেশ্যে নানাভাবে কাজে লাগাবার।

এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে উচ্চশিক্ষার্থে বিদেশে ভালো মানের কিংবা পছন্দসই শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করতেই সবচেয়ে বড় ঝামেলা পোহাতে হয় এদেশের শিক্ষার্থীদের। সঠিক পথনির্দেশের অভাব, নির্ভরযোগ্যতা যাচাইয়ে অপারগতা, কী কী ডকুমেন্টস দরকার তা ঠিকমতো বুঝতে না পারা সহ নানাবিধ কারণে এই স্বপ্ন দেখা অনেককেই একটা পর্যায়ে গিয়ে হোঁচট খেতে হয়। সেটা কখনও হতে পারে অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা বা স্কলারশিপ মিস করা, আবার কপাল খারাপ হলে প্রতারক চক্রের হাতে পড়ে বিপুল পরিমাণ অর্থ হারানোর মতো দুঃখজনক ঘটনাও হতে পারে।

উচ্চশিক্ষা এবং ভবিষ্যতে বিদেশে উন্নত ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-তে আয়োজিত হয়ে গেল দুই দিনব্যাপী সেমিনার ‘Higher Education Abroad’। অনলাইনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল এডুকেশন এক্সপার্ট এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বক্তা হিসেবে ছিলেন জনাব সামির গাজী রহমান (প্রতিষ্ঠাতা - গ্লোবাল এডুকেশন এক্সপার্ট; প্রিন্সিপাল - সানশাইন গ্রামার স্কুল), জনাব ড. মামুন রশিদ (প্রতিষ্ঠাতা ও সিইও - জিআরই সেন্টার; সিনিয়র ই-লার্নিং ডেভেলপার - কমনওয়েলথ অভ ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র), এবং জনাব সুমন মোল্লা সেলিম (সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার - মাইমকাস্ট, নেদারল্যান্ড; চেয়ারম্যান - কোডীও লিমিটেড)।

উক্ত সেমিনার দুটিতে বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের সাথে নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শ দান করেন। এ সময় জনাব সামির গাজী রহমান গ্লোবাল এডুকেশন এক্সপার্ট অনলাইনে কীভাবে তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নকে হাতের মুঠোয় এনে দিচ্ছে সেই বিষয়ে আলাপের পাশাপাশি বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের খুব নিয়মিত কিছু ভুল ও সেসব থেকে পরিত্রাণের উপায়ও বাতলে দেন। জনাব ড. মামুন রশিদ বিদেশে উচ্চশিক্ষার্থে যাত্রার প্রাক্বালে কোন বিষয়গুলোতে শিক্ষার্থীদের জোর দেয়া প্রয়োজন, করণীয়-বর্জনীয় নানা ধাপের উপদেশের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলোতে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করেন।

জনাব সুমন মোল্লা সেলিম আলাপ করেন বিদেশে ক্যারিয়ার গঠন নিয়ে। শিক্ষাজীবনেই কীভাবে নানা বিষয়ে নিজের স্কিল বৃদ্ধি করা যায়, বাইরের দুনিয়ায় স্কিলসেটের হালচাল, যারা দেশের বাইরে ক্যারিয়ার গড়তে চায় তাদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সব দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

উভয় ক্যাম্পাসেই শিক্ষার্থীদের মাঝে যথেষ্ট সাড়া জাগাতে সক্ষম হয় সেমিনারটি, যা সাড়ে চার শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এই সেমিনার দুটিতে বাংলাদেশ সায়েন্স সোসাইটির পাশাপাশি আয়োজক হিসেবে ছিল কুয়েট বিজনেস এন্ড অন্ট্রাপ্রেনারশিপ ক্লাপ ও খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। এছাড়াও পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল স্টার্টআপ খুলনা এবং ওভারসিজ এডুকেয়ার।

Share if you like

Filter By Topic