৯৯৯-এ ফোন, তিন দিন সাগরে ভেসে উদ্ধার পেল ১৭ জেলে


এফই অনলাইন ডেস্ক | Published: August 28, 2022 20:18:21 | Updated: August 29, 2022 13:20:07


৯৯৯-এ ফোন, তিন দিন সাগরে ভেসে উদ্ধার পেল ১৭ জেলে

ইঞ্জিন বিকল হয়ে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন গভীর সাগরে তিন দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার দুপুরে এফবি মা-বাবার দোয়া-২ নামে ট্রলারটিসহ এবং জেলেদের উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান।

ট্রলারের জেলেরা সবাই ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার বাসিন্দা। জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

খন্দকার মুনিফ বলেন, গত ২৪ অগাস্ট ভোলার তজুমুদ্দিন উপজেলা থেকে ট্রলারটি সাগরে রওনা দেয় মাছ ধরার জন্য। কিন্তু গভীর সাগরে গিয়ে ইঞ্জিন বিকল হলে সেটি নিয়ন্ত্রণহীন ভাসতে থাকে।

ট্রলারটি ভাসতে ভাসতে শনিবার বিকালে মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় আসে। পরে ট্রলারে থাকা জেলেরা জাতীয় হেল্প লাইন ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে জানায়। বিষয়টি কোস্ট গার্ডের নিয়মিত টহলে নিয়োজিত জাহাজ কুতুবদিয়াকে জানানো হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, জাহাজ কুতুবদিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে উদ্ধার অভিযান শুরু হয়। পরে বিকালে ফিশিং ট্রলারসহ ১৭ জেলেকে উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেওয়া হয়।

শনিবার রাতে এফবি মা-বাবার দোয়া-২ এর মালিকের সঙ্গে যোগাযোগ করে কুতুবদিয়া চ্যানেলের কাছাকাছি নিরাপদ স্থানে ট্রলার এবং জেলেদের ফিরিয়ে দেওয়া হয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

Share if you like