শোয়ার ঘরে স্ত্রীর, বাথরুমে মিললো স্বামীর লাশ


FE Team | Published: September 24, 2022 17:08:22 | Updated: September 25, 2022 18:40:57


শোয়ার ঘরে স্ত্রীর, বাথরুমে মিললো স্বামীর লাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাড়িতে এক দম্পতির লাশ পাওয়া গেছে; যাদের দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, উপজেলা সদরের পুরাতন বাজারপাড়া এলাকায় শুক্রবার রাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই এলাকার নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা বেগম (৬০)।

ওসি বলেন, এ দম্পতির একমাত্র মেয়ে শিলার বিয়ে হয়ে গেছে। তিনি আলমডাঙ্গা শহরের অন্য একটি এলাকায় স্বামীর সঙ্গে থাকেন। রাতে স্বামী স্ত্রী ছাড়া ওই বাড়িতে অন্য কেউ ছিলো না। সকালে শিলা তার বাবা ও মায়ের মোবাইল ফোনে একাধিকার কল করলেও কোনো উত্তর মেলেনি।

পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে শোয়ার ঘরে ফরিদা এবং বাথরুমে নজিরের লাশ পড়ে থাকতে দেখে বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করছেন তারা।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like