টম ক্রুজ মানেই চোখে ভাসে দম বন্ধ করা অ্যাকশন দৃশ্য, কখনও উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ছেন, কিংবা উড়োজাহাজের পাখা ধরে ঝুলছেন। হলিউডের এই অ্যাকশন হিরোর আর পৃথিবীতে পোষাচ্ছে না, এবার তিনি মহাকাশযাত্রার প্রস্তুতি নিচ্ছেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গ্র্যাভিটি, ইন্টারস্টেলার বা দ্য মার্টিয়ান এর মত সিনেমাগুলো দর্শকদের মহাকাশে ঘুরিয়ে এনেছে বহুবার। তবে কোনো অভিনেতার মহাকাশে শুটিংয়ের খবর আগে আসেনি।
পরিচালক ডগ লিমান ও ক্রুজ এ সিনেমার পরিকল্পনা শুরু করেছিলেন ২০২০ সালে, তখনই ভাবা হয়েছিল, কিছু শুটিং হবে মহাকাশে, আন্তর্জাতিক স্পেস স্টেশন রাখবে বড় ভূমিকা।
এরপর মহামারীর থাবায় সব থমকে যায়। সেই ধাক্কা সামলে উঠে লিমান আর ক্রুজ এবার হলিউড স্টুডিও ইউনিভার্সাল ফিলমড এন্টারনেইনমেন্ট গ্রুপের সঙ্গে আলোচনা শুরু করেছেন। সব ঠিকঠাক থাকলে এ বছরই শুরু হতে পারে সিনেমার শুটিং।
ইউনিভার্সাল ফিলমড এন্টারনেইনমেন্ট গ্রুপের প্রেসিডেন্ট ডোনা ল্যাংলি এ বিষয়ে বিবিসিকে বলেছেন, ঠিকই জেনেছেন, ক্রুজ আমাদেরকে মহাকাশে নিয়ে যাচ্ছে। টমকে নিয়ে দারুণ একটা প্রজেক্টের পরিকল্পনা করছি আমরা। একটা রকেট নিয়ে মহাকাশ স্টেশনে গিয়ে সেখানে হবে শুটিং।
ল্যাংলি জানান, পুরো ছবির দৃশ্যায়নই যে মহাকাশে হবে ব্যাপারটা তেমন নয়। বেশিরভাগ শুটিং পৃথিবীতেই হবে। পৃথিবীকে বাঁচাতে পরে মূল চরিত্র চলে যাবে মহাকাশে।
আমি আশাবাদী, টম ক্রুজই হয়ত হতে যাচ্ছেন মহাকাশ স্টেশনের বাইরে শূন্যে হাঁটা প্রথম সিভিলিয়ান।
পরিচালক ডগ লিমান জানান, এ সিনেমা তৈরিতে বাজেট ধরা হয়েছে ২০ কোটি ডলার, তবে খরচের এই হিসাব চূড়ান্ত নয়।
৬০ বছর বয়সী মিশন ইমপসিবল হিরো কবে মাহাকাশ স্টেশনে যাবেন, সেখানে কতদিন তাকে থাকতে হবে, বা শুটিং বহরই বা কতজনের হবে, সেসব এখনও ঠিক হয়নি।
এন্ডলেস লাভ অ্যান্ড ট্যাপস সিনেমা দিয়ে পার্শ্ব চরিত্রে প্রথম অভিনয়ের সুযোগ এসেছিল ক্রুজের, সেটা ১৯৮১ সালের কথা।তার সাফল্যগাথা শুরু হয় এর দু বছর পর, ১৯৮৩ সালে অল দ্যা রাইটস মুভস ও রিস্কি বিজনেস সিনেমা দিয়ে। এরপর টপ গান সিনেমায় অভিনয়ে তারকা খ্যাতি কুড়ান হলিউডের এই নায়ক।
এছাড়া দ্য মামি, ভ্যানিলা স্কাইসহ অসংখ্য সিনেমায় তিনি তুমুল আলোচিত। এই ৬০ বছর বয়সেও নিজের অনেক স্টান্ট নিজেই করেন তিনি।
বহু সিনেমাকে বক্স অফিসে সাফল্য এনে দেওয়া টম ক্রুজের অন্যতম আলোচিত কাজ হল মিশন ইমপসিবল সিনেমার সিরিজ, যা তিনি টেনে নিয়ে গেছে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত।
সমালোচকদের মতে এই বয়সেও ক্রুজ ফুরিয়ে যাননি। বরং অ্যাকশন সিনেমায় আরও বেশি সক্রিয়। বলা হচ্ছে মিশন: ইমপসিবল সেভেন সিনেমায় তার অ্যাকশন দেখে থ হয়ে যেতে হবে।