লঞ্চ ভাড়া কমল ১৫ পয়সা


এফই অনলাইন ডেস্ক | Published: September 01, 2022 16:46:04 | Updated: September 02, 2022 15:40:15


এফই ফাইল ছবি

ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমানোর পর প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া কমানো হলো ১৫ পয়সা।

বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এ ভাড়া কার্যকর হবে নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারের লঞ্চ ভাড়া ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা করা হয়েছে। আর দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলে ভাড়া ২ টাকা থেকে ৬০ পয়সা থেকে কমে ২ টাকা ৪৫ পয়সা হবে।

এছাড়া নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩৩ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কারণ দেখিয়ে ২০২১ সালের ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে দাম ৬৫ টাকা থেকে ২৩ শতাংশ বাড়িয়ে করা হয়েছিল ৮০ টাকা।

এরপর ৭ নভেম্বর ১০০ কিলোমিটারের কম দূরত্বে লঞ্চে ভাড়া বাড়ানো হয় ৩৫ শতাংশ, আর এর বেশি দূরত্বে ভাড়া বাড়ে ৪২ শতাংশ।

৯ মাসের মাথায় ইউক্রেইন যুদ্ধের জেরে ডলারের উচ্চ মূল্যকে কারণ দেখিয়ে ৬ অগাস্ট ডিজেলের দাম আরও ৪২ শতাংশ বাড়ায় সরকার। তখন লঞ্চের ভাড়া বাড়ে অন্তত ৩০ শতাংশ।

মূল্য সমন্বয়ের কথা জানিয়ে গত ২৯ অগাস্ট ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এই চার ধরনের জ্বালানির দাম লিটারে ৫ টাকা করে কমিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

তারপর ৩১ অগাস্ট বাসভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত হয় বিআরটিএর এক বৈঠকে। পরদিনই নৌপরিবহন মন্ত্রণালয় নৌযানে ভাড়া ১৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিল।

Share if you like