রাজধানীতে ৬ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা লক্ষাধিক টাকা


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: November 15, 2022 12:01:51 | Updated: November 15, 2022 18:28:35


রাজধানীতে ৬ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা লক্ষাধিক টাকা

ঢাকার চকবাজারে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে সোমবার চকবাজারের রহমতগঞ্জ এলাকায় পলিথিন তৈরির কারখানায় ওই অভিযান চালানো হয়। এছাড়া সংরক্ষণ করা পলিথিনও জব্দ করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজুওয়ান ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মো. রোমান মিয়ার কারখানা থেকে ৫০০ কেজি পলিথিন এবং পলিথিন তৈরির রোল জব্দ করা হয়। ওই কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

একই ভবনে আকরম হোসেনের কারখানা থেকে ২ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দের পাশাপাশি ৪০ হাজারটাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই কারখানায় পলিথিনের শপিং ব্যাগ তৈরি হত, যা নিষিদ্ধ।

এছাড়া রহমতগঞ্জ খেলার মাঠের কাছে হাজী মো. শফি মাহমুদ নামের এক ব্যক্তির মজুদ থেকে থেকে ১ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেখানে মো. সবুজ মিয়াও পলিথিন সংরক্ষণ করেছিলেন। তার কাছ থেকে থেকেও ১ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ করে ৩০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিনের শপিং ব্যাগ বা অন্য যে কোনো সামগ্রী, যা পরিবেশের জন্য ক্ষতিকর, সেসব উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তরের ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর দুই পরিদর্শকমো. রিয়াজুল ইসলাম ও মো. লাবলু মিয়াও অভিযানে উপস্থিত ছিলেন।

Share if you like