ব্লুটুথ হেডফোন পরিষ্কার করার পন্থা


এফই অনলাইন ডেস্ক | Published: August 19, 2022 12:41:48 | Updated: August 19, 2022 19:57:40


ব্লুটুথ হেডফোন পরিষ্কার করার পন্থা

কানের ময়লা এয়ারপডসয়ে জমে যায়। তাই নিয়মিত পরিষ্কার করা জরুরি।

যারা নিয়মিত এয়ারপড বা টিডাব্লিউএস অর্থাৎ তারহীন ঘরানার হেডফোন ব্যবহার করেন তাদের হেডফোনের বাডগুলো নোংরা হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা কানে থাকার কারণে কানের ময়লা গিয়ে সেখানে জমা হয়।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আবার ময়লাসহ চার্জিং কেইসয়ে থাকে আরও ঘণ্টার পর ঘণ্টা। এতে একটা সময় হেডফোন থেকে আসা শব্দ কমে যায় আর দেখতেও বাজে লাগে।

সমাধান হল হেডফোন ও চার্জিং কেইস দুটোই পরিষ্কার করা। এখন তা পরিষ্কার ভালোভাবে করতে গিয়ে অনেকেই তা নষ্ট করে ফেলেন।

এই ব্লুটুথ হেডফোনগুলো যত ভালো মানের হোক না কেনো, তা পুরোপুরি পানিরোধক নয়। তাই পরিষ্কার করতে পানি ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে।

রিয়েলসিম্পল ডটকময়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল পরিষ্কারের পন্থা।

যা যা লাগবে

লিন্ট ফ্রি ক্লথ বা নরম কাপড়, কটন বাড, শুকন নরম ব্রাশ আর ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপস কিংবা ক্লোরোক্স অ্যান্টিসেপটিক ওয়াপস ব্যবহার করতে হবে।

স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি বা স্থিরবিদ্যুৎ তৈরি হয় না এমন ব্রাশ বেছে নিতে হবে।

পরিষ্কার করার পদ্ধতি

প্রথমেই ইয়ারবাডগুলো নরম কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এরপর কটনবাড দিয়ে মাইক্রোফোন ও স্পিকারের ওপর থেকে ধুলাবালি ও ময়লা পরিষ্কার করতে হবে।

কোনো ময়লা বা ধুলাকণা এখানে আটকে থাকলে তা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। কোনো তীক্ষ্ণ বস্তু হোডফোন পরিষ্কারের কাজে ব্যবহার করা চলবে না।

আর হেডফোনের বাইরের অংশে কিছু লেগে থাকলে সেটা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে।

এয়ারপড কেইস পরিষ্কার করা

এবার চার্জিং কেইসয়ের পালা। ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহলয়ে নরম কাপড় ভিজিয়ে কেইসয়ের বাইরের দিকটা পরিষ্কার করতে হবে।

তবে ভেতরে যাতে কোনো তরল প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে চার্জিং পোর্টগুলোর ক্ষেত্রে বেশি সাবধান হতে হবে।

চার্জিং পোর্ট আর এয়ারবাড কানেক্টর থেকে ময়লা পরিষ্কার করতে ব্রাশ ব্যবহার করতে হবে। এই ব্রাশই অ্যান্টি-স্ট্যাটিক ব্রাশ হতে হবে যাতে পরিষ্কার করার সময় স্থিরবিদ্যুত তৈরি না হয়। অথবা ব্যবহার করা যেতে পারে কটনবাড।

জীবাণুমুক্ত করার পন্থা

এয়ারপডস কোনো নোংরা স্থানে পড়ে গেলে তা যদি জীবাণুমুক্ত করতে হয় তবে ব্যবহার করতে হবে ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপ কিংবা ৭৫ শতাংশ ইথাইল অ্যালকোহল ওয়াইপ।

ক্লোরক্স ডিজইনফেকট্যান্ট ওয়াইপও ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে স্পিকারয়ে যাতে কোনোভাবে আর্দ্রতা না পৌঁছায়।

যত্নে রাখার পন্থা

নিত্যব্যবহার্য এই যন্ত্রগুলো নোংরা হওয়া পর্যন্ত অপেক্ষা না করে প্রতিদিন ব্যবহারের পরপরই পরিষ্কার করে নেওয়া ভালো। এসময় শুধু পরিষ্কার কাপড় দিয়ে মুছলেই যথেষ্ট।

পরিষ্কার করার পর চার্জে দেওয়ার আগে যন্ত্রটি যাতে শুকনা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

Share if you like