ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস 


এফই অনলাইন ডেস্ক   | Published: September 05, 2022 18:25:48 | Updated: September 06, 2022 10:38:37


ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস 

যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতৃত্বের দৌড়ে প্রবল প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে হারিয়ে নতুন নেতা নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

আনুষ্ঠানিক ঘোষণার পর সোমবার এ খবর জানিয়েছে বিবিসি। ট্রাসই হতে চলেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার তিনি ও বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন স্কটল্যান্ডের বালমোরালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রানির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন জনসন। বিদায়ী ভাষণও দেবেন বরিস। এরপর রানিই উপস্থিতিতেই নতুন প্রধানমন্ত্রী হিসাবে ট্রাসের অভিষেক হবে।

Share if you like