চলমান বিদ্যুৎ সঙ্কটে সরকারি অফিসের কাজের সূচিতে পরিবর্তন আনার পাশাপাশি ব্যাংকের কাজের সময়ও বদলে দিয়েছে সরকার।
বুধবার থেকে ব্যাংকের দাপ্তরিক কাজ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগে সাধারণ সময়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকত, তবে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করা যেত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সামনে সভার সিদ্ধান্ত তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বৈঠকে উপস্থিত ছিলেন জানিয়ে তিনি বলেন, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।