পুরান ঢাকার পলিথিন কারখানায় আগুন

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট


এফই অনলাইন ডেস্ক | Published: August 15, 2022 13:48:56 | Updated: August 16, 2022 09:58:31


পুরান ঢাকার পলিথিন কারখানায় আগুন

পুরান ঢাকার চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, সোমবার বেলা ১২টার দিকে কামালবাগের দেবীদ্বার ঘাট এলাকার ওই পলিথিন কারখানায় আগুন লাগার খবর পান তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানোর জন্য সেখানে দশটি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওই কারখানায় কীভাবে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

Share if you like