পাশ কাটাতে গিয়ে ট্রাকের নিচে, মোটরসাইকেল আরোহীর মৃত্যু


এফই অনলাইন ডেস্ক | Published: October 16, 2022 11:44:36 | Updated: October 16, 2022 19:41:39


পাশ কাটাতে গিয়ে ট্রাকের নিচে, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাকের পাশ কাটাতে গিয়ে চাকার নিচে পড়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে মোটরসাইকেল আরোহী এক তরুণের প্রাণ গেছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

উপজেলার মাহিলারা মঠ এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে শনিবার রাত ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনার খবর জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল।

নিহত প্রশান্ত বেপারী (২৪) উপজেলার মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা স্বপন বেপারীর ছেলে। এলাকায় একটি ফার্মেসি চালাতেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, মাহিলারা মঠ এলাকা থেকে কাঠ নিয়ে ট্রাকটি গৌরনদীর উদ্দেশ্যে যাচ্ছিলো। এ সময় একই দিক থেকে আসা প্রশান্ত মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পাশ কাটানোর চেষ্টা করে।

কিন্তু সে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়লে মাথা থেকে শরীর আলাদা হয়ে যায় এবং পুরো শরীর থেতলে যায়।

দুর্ঘটনার পর পরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

Share if you like