গোপালগঞ্জে প্রতিবেশীর প্রাচীরে ‘অবরুদ্ধ’ ৫ পরিবার


এফই অনলাইন ডেস্ক | Published: August 22, 2022 14:20:36 | Updated: August 22, 2022 19:30:50


গোপালগঞ্জে প্রতিবেশীর প্রাচীরে ‘অবরুদ্ধ’ ৫ পরিবার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রতিবেশীর তোলা দেয়ালে অবরুদ্ধ হয়ে রয়েছে পাঁচটি পরিবার। কোনোমতে পাশের একটি সরু পথ দিয়ে যাতায়াত করতে হয় তাদের।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের পরিবারগুলোর অভিযোগ, প্রতিবেশী আসলাম শেখ ক্ষমতার অপব্যবহার করে গত এক বছর ধরে তাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে রেখেছেন। এ বিষয়ে তারা জেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

ভুক্তভোগী লাল্টু সরদার বলেন, প্রায় ২০০ বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। কিন্তু প্রতিবেশী আসলাম শেখ, লাড্ডু শেখ ও হাসান শেখ আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে গত এক বছর ধরে আমাদের চলাচলের রাস্তাটি ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে রেখেছেন।

আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না।

সরেজমিনে দেখা গেছে, পাঁচটি পরিবারের বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর পাশে আসলাম শেখ ইটের প্রাচীর তুলে হাঁটার পথ বন্ধ করে দিয়েছেন। তার পাশে লাড্ডু শেখ টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন। দক্ষিণ ও পশ্চিম পাশে পানি থাকায় যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।

এতে ওইসব পরিবারের শিক্ষার্থীরা স্কুল-কলেজ ও মাদ্রাসায় যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বয়ষ্ক ও অন্তঃসত্ত্বাদের নিয়ে বিপাকে পড়েছে পরিবারগুলো। অবরুদ্ধ হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা।

অবরুদ্ধ পরিবারের সদস্য ফুলজান বেগম (৭৫) বলেন, এক বছর ধরে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসলাম শেখ বলেন, ওই পরিবারগুলো আমাদের অনেক অত্যাচার করে। গাছের আম এবং পুকুরের মাছ নিয়ে যায়। তাই আমার ছোট ভাই রাগ করে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।

ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নওশের আলী বলেন, বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসা হয়েছিল। কিন্তু কোনো সমাধান করতে পারেনি। বিষয়টি কাশিয়ানীর ইউএনও স্যারকে জানিয়েছি।

ভুক্তভোগী পরিবারগুলো লিখিত অভিযোগ করেও সমাধান পাননি কেন জানতে চাইলে ইউএনও মেহেদী হাসান বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে সমাধান করে দিতে বলা হয়েছিলো। কিন্তু তিনি তা পারেননি। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

Share if you like