কানাডায় ১৩ এলাকায় ছুরি হামলা, নিহত ১০


এফই অনলাইন ডেস্ক | Published: September 05, 2022 10:11:43 | Updated: September 05, 2022 18:25:48


কানাডায় ১৩ এলাকায় ছুরি হামলা, নিহত ১০

কানাডার আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত জনবিরল সাসকাচোয়ান প্রদেশে এলোপাতাড়ি ছুরি হামলায় ১০ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্থানীয় সময় রোববার ভোরে ১৩টি এলাকায় এসব হামলার ঘটনার পর পুলিশ দুই সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ হামলার ঘটনা কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি। এ ধরনের ঘটনা সাধারণত প্রতিবেশী যুক্তরাষ্ট্রেই বেশি ঘটতে দেখা যায়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটে বলেছেন, সাসকাচোয়ানে ঘটা হামলাগুলো ভয়ঙ্কর এবং হৃদয়বিদারক।

যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন ও যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমাবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ঘটনায় দুই সন্দেহভাজনের নাম, ছবি ও চেহারার বর্ণনা প্রকাশ করেছে পুলিশ। সন্দেহভাজনদের একজন ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) ও অপরজন মাইলস স্যান্ডারসন (৩০) ।

তবে কী উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছে আর কারা হতাহত হয়েছে সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

Share if you like