কবে টনক নড়বে, প্রশ্ন মেয়র আতিকের


FE Team | Published: August 21, 2022 18:00:03 | Updated: August 21, 2022 21:18:01


কবে টনক নড়বে, প্রশ্ন মেয়র আতিকের

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থাকায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রশ্ন করেছেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর টনক কবে নড়বে?

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার পরও একইভাবে নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কাজ চলতে থাকায় মেয়য়ের এমন মন্তব্য এল।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত ১৫ অগাস্ট ওই ঘটনার পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আতিক বলেছিলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিআরটির কাজ বন্ধ থাকবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে রোববার বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভার আয়োজন করেন মেয়র।

বক্তব্যের শুরুতে দশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখান আতিকুল ইসলাম। ওই ভিডিওতে দেখা যায়, রাজধানীর শেওড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ক্রেইন দিয়ে উপরে মালামাল ওঠানো হচ্ছে। নীচ দিয়ে চলাচল করছে যানবাহন। কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা সেখানে নেই।

আতিক জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শনিবার ভিডিওটি ধারণ করে তাকে পাঠিয়েছেন।

বারবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও কেউ বিষয়টি কেউ কানে তুলছে না মন্তব্য করে মেয়র বলেন, ক্রেইন দিয়ে মালামাল তোলা হচ্ছে, নিচ দিয়ে চলাচল করছে যানবাহন। এখানে কোথায় নিরাপত্তা? শুধু কথায় না, কাগজেকলমে না করে দেখাতে হবে। যে ঠিকাদার কাজ করছেন, তিনি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন।

শুক্রবারও গাজীপুরে বিআরটি প্রকল্পের কাজ চলার সময় একটি প্রাইভেটকারের ওপর রড পড়ে জানিয়ে আতিক বলেন, এসব ঘটনায় সরকার বিব্রত। একটি করে দুর্ঘটনা ঘটে, আমরা বিব্রত, সরকার বিব্রত।

...আমাদের এখনও টনক নড়ে নাই, আর কত প্রাণ গেলে আমাদের টনক নড়বে? সরকারকে বিব্রত করা যাবে না, জনগনকে ভোগান্তিতে ফেলা যাবে না।

ডিএনসিসি মেয়র জানান, নিরাপত্তা নিশ্চিত না করে কোনো প্রকল্পের কাজ করা যাবে না। এ বিষয়টি ডিএনসিসি তদারক করবে।

নিরাপত্তা নিশ্চিত করে কাজ করলে কোনো সমস্যা হবে না। কিন্তু এর ব্যত্যয় করলে ব্যবস্থা নেওয়া হবে। আমি যে কোনো সময় বিভিন্ন সাইটে পরিদর্শনে যাব, সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেটরা যাবে। কোনো অনিয়ম পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, সওজের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেলওয়ার হায়দার, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সভায় উপস্থিত ছিলেন।

Share if you like