এইচএসসির ফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি


এফই অনলাইন ডেস্ক | Published: January 29, 2023 11:30:39


এইচএসসির ফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি

গতবছরের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।

সেদিন ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিক্ষামন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এসেছে। এইচএসসি ও সমমানের রেজাল্ট ৮ ফেব্রুয়ারি হবে।”

করোনাভাইরাস মহামারী ও বন্যার কারণে এবার সময় বদলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর থেকে । নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল এবার।

এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। আগের শিক্ষাবর্ষের মত সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক তপন কুমার এর আগে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করে শিক্ষাবোর্ডগুলো। সে হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি এ সময়সীমা শেষ হচ্ছে।

Share if you like