কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৯টার দিকেমগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নিহত নুসরাত জাহান সুমি (৩৮) বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সিনিয়র অ্যানালিস্ট ছিলেন। খিলগাঁওয়ের গোড়ানে ভাই জাহাঙ্গীর হোসেনের বাসায় থেকে কারওয়ান বাজারে অফিস করতেন তিনি। তার স্বামী তানভীর আহামেদ কুমিল্লার দেবিদ্বারে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি করেন।
হাসপাতালে জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, অফিস শেষে বাসায় ফেরার পথে মগবাজার রেলগেইট এলাকায় ট্রেনের সাথে ধাক্কায় গুরুতর আহত হয় সুমি।পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হাসপাতাল নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সুমিকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।