দেশে ৯০ ভাগ সমবায় সমিতির বাস্তবে অস্তিত্ব নেই: আ ক ম মোজাম্মেল 


এফই অনলাইন ডেস্ক   | Published: November 05, 2022 20:16:58 | Updated: November 06, 2022 19:39:37


দেশে ৯০ ভাগ সমবায় সমিতির বাস্তবে অস্তিত্ব নেই: আ ক ম মোজাম্মেল 

দেশের ৯০ ভাগ সমবায় সমিতি শুধু কাগজে-কলমে আছে, বাস্তবে এদের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার সকালে গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভার তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

৫১তম জাতীয় সমবায় সমিতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

তিনি বলেন, অস্তিত্বহীন এসব সমিতির মাধ্যমে লোন নেওয়া হয়; কিন্তু অনেক সদস্য এ লোন তোলার খবরও জানেন না। নেতৃত্বে সততার অভাবে এসব সমবায় সমিতির অধিকাংশই মাঠে মারা যায়।

যোগ্য নেতৃত্ব, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জবাবদিহিতা; সমবায় সমিতির এ তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের কথা উল্লেখ করেন আ ক ম মোজ্জাম্মেল।

জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভীন, সদর উপজেলা কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।

এতে জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, সমবায়ী প্রকৌশলী মো. শরীফ হোসেন ঢালী, ধনঞ্জয় কুমার মজুমদার, আনিসুর রহমান আজাদ বক্তব্য দেন।

এর আগে ডিসি আনিসুর রহমান জাতীয় পতাকা, সমবায় পতাকা এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ উপলক্ষে ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলার ১১ সমবায় সমিতি ও পাঁচব্যক্তি পুরস্কৃত: এবার গাজীপুর জেলার ১১টি সমবায় সমিতি এবং পাঁচ ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে।

Share if you like