ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে জরিমানা


FE Team | Published: October 26, 2022 18:47:27 | Updated: October 27, 2022 09:43:52


ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে সোশাল মিডিয়ায় আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে।

বুধবারের অভিযানে ঢাকার আফতাব নগরে এই চিকিৎসকের প্রতিষ্ঠান আলটিমেট অর্গানিক লাইফকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিদপ্তরের নিয়মিত তদারকি অভিযানে ছিল এটা। আগেও সেখানে কিছু অনিয়ম পাওয়া গিয়েছিল, তখন সতর্ক করা হয়েছিল। তারা কতটুকু সংশোধন হয়েছে, আজ সেটাই দেখা হয়েছে।

আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকেই জরিমানা করা হয়েছে কি- জানতে চাইলে তিনি বলেন, কে কোন নামে পরিচিতি, সেটা আমরা সেটা দেখি না। সাংবাদিকরা যেই নামটি বলছে, উনাকে আজ সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল ও শরীফুল ইসলাম আফতাব নগরে এই অভিযান চালান।

দিনের অভিযানে অনিয়ম পাওয়ায় আরও একজন আমদানিকারকে এক লাখ টাকা এবং আরেকজন দোকানিকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

জাহাঙ্গীরের প্রতিষ্ঠানে কী কী অনিয়ম পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ডা. জাহাঙ্গীরের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ফেইসবুকে আলটিমেট অর্গানিক লাইফর পণ্যের প্রচারে তারা নানা ভিডিও দেখা গেছে।

কিটো ডায়েটর জন্য আলোচিত ডা. জাহাঙ্গীর সোশাল মিডিয়ায় পরিচিত ‍মুখ। ফেইসবুকে তার ২৮ লাখ ফলোয়ার রয়েছে। তবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর চিকিৎসা পরামর্শ দেওয়ার অভিযোগ নানা সময়ে এসেছে চিকিৎসকদের সংগঠনের মধ্য থেকেই।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like