সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল International Magic Extravaganza 2022। দীর্ঘ মহামারীর পরে এটি ছিল থাইল্যান্ডে সর্ববৃহৎ জাদু উৎসব। খবর প্রেস বিজ্ঞপ্তির।
১লা-৫ই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত উক্ত আয়োজনে অতিথি জাদুশিল্পীর প্রদর্শনী এবং জাদু প্রতিযোগিতায় বিচারকের আসন অলংকৃত করতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর ম্যাজিক আইকন অব বাংলাদেশ আলিরাজকে।
উল্লেখ্য, আলিরাজ দেশের প্রথম জাদুকর যিনি বিভিন্ন আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতায় জুরি বোর্ডের সদস্য হিসেবে ইতঃপূর্বে বিচারকের ভূমিকা পালন করেন।
টানা পাঁচ দিনব্যাপী জমজমাট এ অনুষ্ঠানে রাশিয়া, আমেরিকা, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, ফিলিপাইন, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুরসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের শ খানেক জাদুশিল্পী অংশগ্রহণ করেন।
আলিরাজের ব্যাতিক্রমধর্মী আধুনিক জাদু প্রদর্শনশৈলীর জন্য তিনি সেরা বিনোদনকারী হিসেবে উক্ত অনুষ্ঠানে স্বর্ণপদক জিতে নেন। বিপুল দর্শকের উপস্থিতিতে আমেরিকার International Magicians Society এর সভাপতি টনি হাসিনি এই পদকআলিরাজের হাতে তুলে দেন।
বৃহৎ এই জাদুর উৎসবের আয়োজন করেন থাইল্যান্ডের সংগঠক মামাডা এবং ফ্যাশন আইল্যান্ড কতৃপক্ষ।