logo

৭২ আরোহী নিয়ে পোখারায় উড়োজাহাজ বিধ্বস্ত

এফই অনলাইন ডেস্ক | Sunday, 15 January 2023


নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পথে ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। 

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রোববার সকালে কাসকি জেলার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর এবং পুরনো বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় এটিআর ৭২ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে।

ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, ওই ফ্লাইটের আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী ছিলেন, বাকিরা ক্রু।  

হিমালয়কোলের ওই শহরের যেখানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, সেখান থেকে ইতোমধ্যে কিছু মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে রয়টার্স।